/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/rafale-1.jpg)
ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্তি হল রাফাল
আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত হল পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার নয়া যুদ্ধবিমানকে জলকামানের মাধ্যমে স্যালুট জানানো হয়। হরিয়ানার আম্বালা এয়ারবেসে সর্ব ধর্ম পুজোর মধ্যে দিয়ে ধূমধাম করে এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে। এ দিনের ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে অনুষ্ঠানে হাজির ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 'সাম্প্রতিককালে দেশের সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় বায়ু সেনায় পাঁচটি রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ।' সীমান্তে ভারতীয় বায়ু সেনার ভূমিকার প্রশংসা করেন রাজনাথ সিং। তাঁর কথায়, 'রাফালের অন্তর্ভুক্তি ভারত-ফ্রান্স কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও সম্পর্ক দৃঢ় করল।'
#WATCH Indigenous light combat aircraft Tejas performs during Rafale induction ceremony, at Ambala airbase pic.twitter.com/5SSQQHzDnT
— ANI (@ANI) September 10, 2020
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে জানান, 'আমাদের দুই দেশের কাছেই আজকের দিনটি অত্যন্ত কৃতিত্বের। ভারত-ফ্রান্স প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হল। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের পাশাপাশি বিশ্ব সরবরাহ শৃঙ্খলে ভারতীয় নির্মাতাদের আরও সংহতকরণের জন্য আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।'
গত ২৯ জুলাই হরিয়ানার অম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে পাঁচটি রাফাল। বিমানগুলি ফ্রান্স থেকে উড়িয়ে এনেছিলেন ভারতীয় বায়ুসেনার পাইলটরাই। অম্বালা ঘাঁটিতে তাঁদের স্বাগত জানিয়েছিলেন এয়ার চিফ মার্শাল স্বয়ং। আগামী নভেম্বরে দ্বিতীয় দফায় আরও পাঁচটি রাফাল পৌঁছবে ভারতে।
২০১৬ সালে ভারত-ফ্রান্স চুক্তি হয়। ৫৯ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী ফান্স থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে বাকি ৩১টি যুদ্ধ বিমানের এ দেশে পৌঁছনোর কথা । ভারতীয় বায়ুসেনার দু’টি রাফাল স্কোয়াড্রনের মধ্যে প্রথমটির ঠিকানা হরিয়ানার অম্বালা। দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন