দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের মাটিতে পা রাখতে চলেছে রাফাল যুদ্ধবিমান। ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা দিল প্রথম পর্বের ৫টি রাফাল যুদ্ধবিমান। এদিন দক্ষিণ ফ্রান্সের মেরিগনাক বায়ুসেনাঘাঁটি থেকে টেক অফ করে ৫টি রাফাল বিমান। রাফাল যুদ্ধবিমানগুলি ভারতে পৌঁছোবে আগামী ২৯ জুলাই।
ফ্রান্সে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এদিন টুইটারে যুদ্ধবিমানগুলির ভিডিও প্রকাশ করা হয়। ভারত-ফ্রান্সের মধ্য়ে রাফাল চুক্তি ‘একটা নতুন মাইলস্টোন’ বলে বর্ণনা করা হয়েছে।
Rafale aircrafts maneuvered by the world’s best pilots, soar into the sky. Emblematic of new heights in India-France defence collaboration #ResurgentIndia #NewIndia@IAF_MCC @MeaIndia @rajnathsingh @Dassault_OnAir @DefenceMinIndia @PMOIndia@JawedAshraf5 @DDNewslive @ANI pic.twitter.com/FrEQYROWSv
— India in France (@Indian_Embassy) July 27, 2020
ভারতীয় দূতাবাসের শেয়ার করা ভিডিওতে ৩টি রাফাল বিমানকে রানওয়ে থেকে টেক-অফ করার দৃশ্য় দেখা গিয়েছে। এ প্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, যুদ্ধবিমানগুলি ৭ হাজার কিমি দূরত্ব অতিক্রম করবে। যাত্রাপথে জ্বালানি ভরার জন্য় একবার সংযুক্ত আরব আমিরশাহীতে নামবে বিমানগুলি।
আরও পড়ুন: ফের ধাক্কা দিল ভারত, চিনের আরও ৪৭ অ্যাপ বাতিল
Bon Voyage: Indian Ambassador to #France interacts with the Indian pilots of the Rafale. Congratulates and wishes them a safe flight to India with a single hop. #ResurgentIndia #NewIndia #Rafale@IAF_MCC @MeaIndia @rajnathsingh @Dassault_OnAir @DefenceMinIndia @PMOIndia pic.twitter.com/jk3IWD9tYU
— India in France (@Indian_Embassy) July 27, 2020
প্রথম পর্বের ৫টি রাফাল যুদ্ধবিমান আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছোবে। বায়ুসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ”ওই ৫টি বিমান আসার সময় কোনও মিডিয়া কভারেজ হবে না। ২০ অগাস্ট চূড়ান্ত অনুষ্ঠান হবে। সে সময়ই মিডিয়া কভারেজ করা হবে”।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন