আরবিআই যে সব আর্থিক সিদ্ধান্ত নেয়, তা দেশের স্বার্থেই নেয়। কেন্দ্র-আরবিআই তরজা চলার মাঝেই এমন মন্তব্য করলেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন।
সম্প্রতি দেশের শীর্ষ ব্যাঙ্কের গচ্ছিত টাকার এক তৃতীয়াংশ কেন্দ্রের কাছে রাখার জন্য 'আর্জি' জানিয়েছে অর্থ মন্ত্রক। এর পরিপ্রেক্ষিতে CNBC-TV18-এর সাংবাদিককে রাজন বলেছেন, "আরবিআই-এর কিছু দায়িত্ব রয়েছে। অনেকের অনেক কথা আরবিআইকে শুনতেই হয়। কিন্তু দিনের শেষে দায়িত্বের কথা মাথায় রাখতেই হয়"।
আরও পড়ুন, কেন্দ্রকে ৩.৬ লক্ষ কোটি টাকা দিতে নারাজ আরবিআই, বাড়ছে মতবিরোধ
কেন্দ্রীয় ব্যাঙ্কের স্বশাসন নিয়ে বিগত কয়েকদিন কেন্দ্রের সঙ্গে আরবিআই-এর মতবিরোধ চলছেই। রাজনৈতিক এবং অর্থনৈতিক মহলে জোর আলোচনা হয়েছিল, কেন্দ্রের স্বাধীনতা খর্ব করতে ৭ নম্বর ধারা আরোপ করতে পারে কেন্দ্র। শেষমেশ সেরকম কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। সেই প্রসঙ্গে রাজন বলেন, "আরবিআই এবং কেন্দ্র দুজনেরই উচিত পারস্পরিক সম্মান বজায় রাখা"।
বিগত কয়েক মাসে কেন্দ্র-আরবিআই তরজা বেড়েই চলছে একটু একটু করে। কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর সরকারি হস্তক্ষেপ নিয়ে জনসমক্ষে ক্ষোভ প্রকাশ করেছেন এক বক্তৃতায়। বিরল আচার্য বলেন কেন্দ্র আরবিআই-এর স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরম বলেন, কেন্দ্র এবং আরবিআই -এর মতোনৈক্য সকলের সামনে না এনে মিটিয়ে নেওয়াই শ্রেয়।
ওই সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, "কেন্দ্র এবং শীর্ষ ব্যাঙ্কের সম্পর্ক অনেকটা গাড়ির চালক এবং সিট বেল্টের মতো। ইচ্ছে না করলে কেউ সিটবেল্ট নাই পরতে পারেন। কিন্তু সেক্ষেত্রে বিপদ এলে তার প্রভাব সম্পর্কেও আঁচ থাকা জরুরি।