রাহুল গান্ধীর বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ তুলল রিলায়েন্স গোষ্ঠী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি অনিল আম্বানি, নীরব মোদী সহ বেশ কয়েকজন শিল্পপতিকে অসৎ পুঁজিপতি বলে উল্লেখ করায় বিতর্কের শুরু। তারপরেই রিলায়েন্সের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় উপিএ জমানায় অনিল আম্বানির গোষ্ঠীকে ১ লক্ষ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি সম্প্রতি বলেছিলেন, "সৎ, পরিশ্রমী এবং আইনি পথে চলা কর্পোরেটদের আমি কখনই আক্রমণ করিনি। অনিল আম্বানি, মেহুল চোক্সি, নীরব মোদী, বিজয় মালিয়াকে আমি এই শ্রেণির কর্পোরেটের মধ্যে ফেলতেই পারছি না। এরা দেশের কিংবদন্তি কর্পোরেটদের নামও খারাপ করেছে। এমন কর্পোরেট আছে, আমি যাদের সর্বত ভাবে সমর্থন করি"।
আরও পড়ুন, ‘দেশপ্রেমের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সমস্যা বেকারত্ব’
রিলায়েন্স গোষ্ঠী তাদের বিবৃতিতে জানিয়েছে ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে ২ দফার ইউপিএ জমানায় মনমোহন সিং-এর প্রধানমন্ত্রীত্বের সময়েই একাধিক প্রকল্পে ১ লক্ষ কোটি টাকা প্রকল্পের বরাত পেয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। "উনি (রাহুল গান্ধী) অনিল আম্বানির নাম উল্লেখ করে মিথ্যে অভিযোগ এনেছেন। ইউপিএ জমানায় বিদ্যুৎ, টেলিকম, সড়ক পরিষেবা, মেট্রো পরিষেবা, পরিকাঠামো ক্ষেত্রে সব মিলিয়ে ১ লক্ষ কোটির বরাত পেয়েছিল রিলায়েন্স গোষ্ঠী", বিবৃতিতে জানিয়েছে সংস্থা।
এখানেই থামেনি রিলায়েন্স গোষ্ঠী। বিবৃতিতে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, "তাহলে রাহুল গান্ধী স্বীকার করে নিচ্ছেন ১০ বছরের ইউপিএ শাসনে শাসক দল অসৎ পুঁজিবাদী আঁতাতকেই সমর্থন জানিয়ে এসেছে"?
রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন। সাম্প্রতিক অতীতে রাহুল গান্ধী বারবার রাফাল চুক্তিতে আম্বানির প্রতি মোদীর পক্ষপাত নিয়ে প্রকাশ্যেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন।
Read the full story in English