Advertisment

'লাখ লাখ পরিবার উনুনে রান্না করতে বাধ্য হচ্ছে', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তোপ রাহুলের

রান্নার গ্যাসের দাম বাড়ার জন্য মোদী সরকারকে দুষেছেন কংগ্রেস সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi on rising LPG prices

রান্নার গ্যাসের দাম বাড়ার জন্য মোদী সরকারকে দুষেছেন কংগ্রেস সাংসদ।

রকেটগতিতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে আম আদমির। পেট্রল-ডিজেল সেঞ্চুরি পার করেছে দেশজুড়ে। এই অবস্থায় দীপাবলি উপহার হিসাবে পেট্রল-ডিজেলের উপর উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র। তাতে কষ্ট কিছুটা লাঘব হলেও রান্নার গ্যাসের দাম এখনও নাগালের বাইরে মধ্যবিত্তের। এই অবস্থায় এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধি।

Advertisment

শনিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির টুইটবাণ, এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে ভারতের লাখ লাখ পরিবার উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন। রান্নার গ্যাসের দাম বাড়ার জন্য কেন্দ্রকে দুষেছেন কংগ্রেস নেতা।

তিনি টুইটে লিখেছেন, "বিকাশের জুমলা থেকে কয়েক ক্রোশ দূর, লাখো পরিবার উনুনে রান্না করতে বাধ্য হচ্ছে। মোদীজির বিকাশের গাড়ি রিভার্স গিয়ারে রয়েছে আর ব্রেকও ফেল হয়ে গেছে।"

আরও পড়ুন লকডাউনের দোসর জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কোমায় পরিবহণ শিল্প

এই টুইটের সঙ্গে জনসত্তার একটি খবরের ছবি পোস্ট করেছেন রাহুল। সেই খবরের শিরোনাম হল, সিলিন্ডারের দাম বাড়ার ফলে ৪২ শতাংশ মানুষ এলপিজি গ্যাসে রান্না করা ছেড়ে দিয়েছেন। তারা আবার কাঠের উনুনে ফিরে গিয়েছেন।

উল্লেখ্য, দিওয়ালির আগে ১ নভেম্বর এলপিজি কমার্সিয়াল সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। গত মাসেই বেড়েছে এলপিজি ডোমেস্টিক সিলিন্ডারের দাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi LPG Price Hike
Advertisment