/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/rahul-759.jpg)
রাহুল গান্ধী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস
অমিত শাহকে খুনী বলে অভিহিত করার জন্যে তাঁর বিরুদ্ধে যে মানহানির মামলা হয়েছিল, সে মামলায় জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ মামলায় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। আমেদাবাদের আদালত তাঁকে জামিন দেবার পর কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন রাহুল।
অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর বি এটালিয়ার আদালতে বিজেপির এক কর্পোরেটরের আনা মানহানির মামলার শুনানি চলছে। বিচারক রাহুল গান্ধীকে ১০ হাজার টাকার জামিনে মুক্তি দিয়েছেন বলে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে। রাহুলের আইনজীবী এই মামলায় কংগ্রেস নেতার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রার্থনা করেছেন। সে মামলার শুনানি হবে আগামী ৭ ডিসেম্বর।
লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী জব্বলপুরের এক প্রচার সমাবেশে বলেছিলেন, "খুনে অভিযুক্ত বিজেপি সভাপতি অমিত শাহ। বাঃ কী গর্বের কথা।" এই মামলার আবেদনকারীর বক্তব্য, ২০১৫ সালের সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় অমিত শাহ ইতিমধ্যেই ছাড়া পেয়ে গিয়েছেন। ফলে এ মন্তব্য কুৎসার শামিল।
Yesterday it was Surat, today it’s Ahmedabad - to attend a hearing in yet another politically motivated case filed against me.
It was good to connect with members of my Congress family here in the city and to have a meal with them at a local restaurant. I thank them all ???? pic.twitter.com/A0sgcjYVEF
— Rahul Gandhi (@RahulGandhi) October 11, 2019
রাহুল গান্ধী দ্বিতীয় আদালতেও হাজির হন এদিন। সেখানেও আরেকটি মানহানির মামলা চলছে তাঁর বিরুদ্ধে। আমেদাবাদ জেলা সমবায় ব্যাঙ্ক নোটবন্দির পর নোট এদিক ওদিক করেছে বলে মন্তব্য করায় মামলা চলছে রাহুলের বিরুদ্ধে। এ মামলাতেও ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই চেয়েছেন তিনি। সে আবেদনেরও শুনানি হবে ওই ৭ ডিসেম্বরেই।
এদিকে বৃহ্স্পতিবার রাহুল গান্ধী সুরাট জেলা আদালতে সুরাট পশ্চিমের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর দায়ের করা মানহানি মামলাতে জামিন পেয়েছেন। এ মামলার পরবর্তী শুনানিতে ব্যক্তিগত হাজিরা থেকেও রেহাই দেওয়া হয়েছে তাঁকে।