Advertisment

বিরাট বিপদ থেকে রক্ষা, ভোপালে জরুরি অবতরণ রাহুল-সনিয়ার বিশেষ বিমানের

দুজনেই চার্টার্ড ফ্লাইটে দিল্লি ফিরছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhya Pradesh,bhopal,opposition meeting,Flight emergency landing,Rahul Gandhi,Breaking news,abp News,CONGRESS,SOnia Gandhi,Delhi

বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যের বৈঠকে অংশ নিয়ে দিল্লি ফেরার পথে ভোপালে জরুরি অবতরণ সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিমানের। রাহুল ও সনিয়া বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দুদিনের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। দুজনেই চার্টার্ড ফ্লাইটে দিল্লি ফিরছিলেন। ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটির কারণে সিনিয়র কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর বিশেষ বিমান ভোপাল বিমানবন্দ্রে জরুরি অবতরণ করে।  এরপর ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন সনিয়া ও রাহুল।

Advertisment

জানা গিয়েছে খারাপ আবহাওয়া ও বিমানের কারিগরি ত্রুটির কারণে চার্টার্ড বিমানটিকে ভোপালে অবতরণ করতে হয়। দেড় ঘণ্টা ভোপাল বিমানবন্দরের কাটাতে হন রাহুল-সনিয়াকে। রাত সাড়ে ৯টায় ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন দু’জনেই। বিমানের জুরুরি অবতরণের খবর পেয়েই ভোপালের অনেক নেতা শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে পৌঁছে যান।

সোমবার থেকে শুরু হওয়া বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিতে রাহুল-সনিয়া বেঙ্গালুরু যান। মঙ্গলবার এই বৈঠক শেষ হয়। বৈঠকে বিরোধী দল আগামী লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) নামে একটি নতুন জোট ঘোষণা করেছে। বিরোধী দলগুলির নেতারা বলেছিলেন যে এই জোট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২৪-এর লোকসভা নির্বাচনে  পরাজিত করবে। রাহুল গান্ধী আরও বলেছেন যে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে মুম্বইয়ে হবে। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি অ্যাকশন প্ল্যান তৈরি করব, যেখানে আমাদের আদর্শ এবং দেশের জন্য আমরা কী করতে যাচ্ছি তা নিয়ে আলোচনা হবে’।

rahul gandhi sonia gandhi
Advertisment