মানহানির মামলায় জামিন পেলেন রাহুল

লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন সোনিয়া-পুত্র বলেছিলেন, ‘‘সব চোরদের পদবীই মোদী’’। এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে বিজেপি। রাহুলের নামে মানহানির মামলা দায়ের করেন সুশীল মোদী।

লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন সোনিয়া-পুত্র বলেছিলেন, ‘‘সব চোরদের পদবীই মোদী’’। এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে বিজেপি। রাহুলের নামে মানহানির মামলা দায়ের করেন সুশীল মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী।

মানহানির মামলায় স্বস্তি পেলেন রাহুল গান্ধী। বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর দায়ের করা মানহানির মামলায় জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার এ মামলায় রাহুলের জামিন মঞ্জুর করেছে আদালত। লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন সোনিয়া-পুত্র বলেছিলেন, ‘‘সব চোরদের পদবীই মোদী’’। এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে বিজেপি। রাহুলের নামে মানহানির মামলা দায়ের করেন সুশীল মোদী।

Advertisment

ঠিক কী বলেছিলেন রাহুল গান্ধী?

গত ১৩ এপ্রিল কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে রাগা বলেন, ‘‘আমার একটা প্রশ্ন রয়েছে। কেন সব চোরদের নামের সঙ্গে মোদী রয়েছে, নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী? জানি না, আর কত মোদী বেরিয়ে আসবেন’’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাতেই রাহুল এ ধরনের মন্তব্য করেছিলেন বলে মত রাজনৈতিক মহলের।

Advertisment

আরও পড়ুন: বিজেপি-র আক্রমণ উপভোগ করেন, দাবি রাহুলের

এ মন্তব্যের পরই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সুশীল মোদী। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘যাঁদের পদবী মোদী, তাঁদের সকলকে আঘাত করেছেন রাহুল’’।

তবে শুধু সুশীল মোদীই নন, এ মন্তব্যের প্রেক্ষিতে রাহুলের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছিল। গত ২৪ এপ্রিল বিহারের পূর্ণিয়া জেলার আদালতে রাগার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা মনোজ মোদী। আরেক বিজেপি নেতা পূর্নেশ মোদীও রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। গত ২ মে এ মামলায় রাহুলকে তলব করেছিল গুজরাতের আদালত।

Read the full story in English

rahul gandhi