New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/rahul-759.jpg)
ফাইল ছবি।
''আমি বর্তমান বিষয়, ইতিহাস, সংকট নিয়ে সবকিছু সকলকে বলতে চাই। মঙ্গলবার থেকে ভিডিওতে আমার মতামত শেয়ার করব''।
ফাইল ছবি।
মঙ্গলবার থেকে ভিডিও মারফত নিজের মতামত শেয়ার করবেন রাহুল গান্ধী। টুইটারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। পাশাপাশি দেশের সংবাদমাধ্যম নিয়ে সরব হয়ে রাহুল বলেছেন, ফ্যাসিস্টদের দখলে দেশের সংবাদমাধ্যমের একটা বড় অংশ। টিভি চ্যানেলগুলোতে ঘৃণার কাহিনী প্রচার করা হচ্ছে, যা দেশকে ছিন্নভিন্ন করছে।
টুইটারে ঠিক কী লিখেছেন রাহুল?
টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ''আজ, ভারতীয় সংবাদমাধ্য়মের একটা বড় অংশকে কুক্ষিগত করে রেখেছে ফ্য়াসিস্ট শক্তি। ঘৃণার কাহিনী প্রচার করছে টিভি চ্য়ানেলগুলো, হোয়াটসঅ্য়াপে ফরওয়ার্ড করা হচ্ছে, মিথ্য়া খবর রটানো হচ্ছে। মিথ্য়ার কাহিনী দেশকে ছিন্নভিন্ন করে দিচ্ছে''। রাহুল আরও লিখেছেন, ''আমি বর্তমান বিষয়, ইতিহাস, সংকট নিয়ে সবকিছু সকলকে বলতে চাই। আগামিকাল থেকে ভিডিওতে আমার মতামত শেয়ার করব''।
Today a large part of the Indian news media has been captured by fascist interests. A hate filled narrative is being spread by television channels, whatsapp forwards and false news. This narrative of lies is tearing India apart.
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020
আরও পড়ুন: মরু ঝড়ের আশঙ্কা: ফের পরিষদীয় দলের বৈঠক ডাকল কংগ্রেস, পাইলটকে আহ্বান
তবে ঠিক কোন প্রসঙ্গে একথা বললেন রাহুল, সে ব্য়াপারে স্পষ্ট করেননি তিনি। উল্লেখ্য়, গত মাসে করোনা পরিস্থিতি নিয়ে বারবার কেন্দ্র সরকারকে নিশানা করতে দেখা গিয়েছে সোনিয়া-পুত্রকে। এরপর লাদাখ ইস্য়ুতে মোদীকে একহাত নিয়েছেন রাহুল। অতীতে, সংবাদমাধ্য়মকে সাহসীকতার সঙ্গে সরব হওয়ার বার্তা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ।
এদিকে, করোনা পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়ায় ভিডিও মারফত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে রাহুলকে। অন্য়দিকে, গত কয়েক সপ্তাহ ধরে সোশ্য়াল মিডিয়ায় 'স্পিক আপ ইন্ডিয়া' নামে সিরিজ চালিয়ে আসছে কংগ্রেস।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন