Advertisment

দূর থেকে ছোড়া মালা এসে পড়ল রাহুলের গলায়!

দূর থেকে তাক করে ছোড়া ফুলের মালা যেভাবে রাহুল গান্ধির গলায় এসে পড়ল, তাতে চমকে গিয়েছেন কংগ্রেস সভাপতিও। সঙ্গে সঙ্গে মালাটি খুলে জনতার দিকে হাত নেড়েছেন সোনিয়া পুত্র। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, karnataka roadshow

কর্নাটকে রোড শো-তে দূর থেকে তাক করে ছোড়া মালা এসে পডড়ল রাহুল গান্ধির গলায়। ছবি ট্যুইটার।

একেই বোধহয় বলে লক্ষ্যভেদ! কর্নাটকের ভোটপ্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। রোড শো চলাকালীন হঠাৎই কংগ্রেস সভাপতির গলায় এল ফুলের মালা। ভাবছেন, এ আর নতুন কী! ভোটপ্রচারে বেরোলে নেতাদের গলায় তাঁদের অনুগামীরা মালা পরিয়ে দেন। কিন্তু বুধবার কর্নাটকের টুমকুর এলাকা অন্য কিছুর সাক্ষী রইল। গাড়ি করে রোড শো-তে বেরিয়েছিলেন রাহুল গান্ধি। পাশে অনুরাগী থেকে সাধারণ মানুষের ভিড়। ঠিক তখনই আচমকা দূর থেকে ছোড়া ফুলের মালা ধেয়ে এল রাহুলের দিকে। শুধু তাই নয়, মালাটি ঠিক রাহুলের গলাতেই এল। দূর থেকে তাক করে ছোড়া ফুলের মালা যেভাবে রাহুলের গলায় এসে পড়ল, তাতে চমকে গিয়েছেন কংগ্রেস সভাপতিও। সঙ্গে সঙ্গে মালাটি খুলে জনতার দিকে হাত নেড়েছেন সোনিয়া পুত্র। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

Advertisment

বুধবার কর্নাটকের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের জন আশীর্বাদ যাত্রার অংশ হিসেবে রোড শো-তে বেরিয়েছিলেন রাহুল গান্ধি। ট্যুইটারে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন কর্নাটকের প্রদেশ কংগ্রেসের সম্পাদক রক্ষিত শিবরাম। দেখুন ভিডিও...

কিছুদিন আগেই কর্নাটকের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই কোমর বেঁধে ভোটের প্রস্তুতি শুরু করে ফেলেছে কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে কর্নাটকের ভোটপ্রচারে গিয়ে ভুলবশত ইয়েদুরাপ্পা সরকারকে দুর্নীতিতে ১নং দেওয়ার কথা বলে অস্বস্তি বাড়িয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অমিত শাহের এই ভুলকেই হাতিয়ার করে প্রচারে নামেন রাহুল। ট্যুইটারে কটাক্ষ করে রাহুল লিখেছিলেন যে, কর্নাটকের ভোটপ্রচার তাঁদের জন্য দারুণ ভাবে শুরু হতে চলেছে। এমনকি, কিছুদিন আগে অমিত শাহের বক্তৃতা কন্নড় ভাষায় অনুবাদ করতে গিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন দলের সাংসদ প্রহ্লাদ জোশী। মোদি গরিব-দলিতদের জন্য কিছু করবেন না, বলে ভ্রমবশত প্রকাশ্যে মন্তব্য করেছিলেন প্রহ্লাদ।

এবার ১ দফায় হতে চলেছে কর্নাটকের বিধানসভা ভোট। আগামী মাসের ১২ তারিখে ভোটগ্রহণ হবে সেরাজ্যে। একদিকে যেমন গদি বাঁচাতে মরিয়া সিদ্দারামাইয়া। তেমনই কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখলের লড়াইয়ে তৈরি অমিত শাহেরা। এবার সে রাজ্যে বিধানসভা ভোটে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা।

CONGRESS rahul gandhi national news
Advertisment