দিল্লিতে ধুন্ধুমার। কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে রক্তাক্ত রাজধানীর রাজপথ। নিহত এক কৃষক। এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর টুইটবার্তা, ‘হিংসা কোনও সমস্যারই সমাধান নয়। কেউ আহত মানে আমাদের দেশেরই ক্ষতি। দেশের স্বার্থে কেন্দ্র কৃষকস্বার্থ বিরোধী আইন বাতিল করুক।’
हिंसा किसी समस्या का हल नहीं है। चोट किसी को भी लगे, नुक़सान हमारे देश का ही होगा।
देशहित के लिए कृषि-विरोधी क़ानून वापस लो!
— Rahul Gandhi (@RahulGandhi) January 26, 2021
শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। টুইটে তিনি জানিয়েছেন, ‘হিংসা ও ভাঙচুর আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে না। সবাইকে শান্তি বজায় রাখাতে ও চুক্তি মেনে চলার আবেদন জানাচ্ছি। এদিনটি ঝামেলার জন্য নয়।’
Violence and vandalism will lead us nowhere. I urge everyone to maintain peace & honour agreements. Today is not the day for such chaos!
— Gautam Gambhir (@GautamGambhir) January 26, 2021
এদিন, ট্র্যাক্টর র্যালির আগে দিল্লির সিংঘু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে। পালটা লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ। সেন্ট্রাল দিল্লির আইটিও-তে পুলিশের বাস ভাঙচুরেরও অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এদিন প্রতিবাদের সুর চড়ান কৃষকরা। পুলিশি বাধা পেরিয়ে লালকেল্লায় ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। লালকেল্লার মাথায় পতাকা লাগিয়ে দেন আন্দোলনরত কৃষকরা।
কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শশী থারুর বলেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। আমি প্রথম থেকে কৃষক আন্দোলনকে সমর্থন করেছি কিন্তু, আমি অনাচারকে প্রশ্রয় দিতে পারি না। প্রজাতন্ত্র দিবসে তেরঙা জাতীয় পতাকা ছাড়া আর কোনও পতাকা লাল কেল্লায় উড়তে পারে না।’
Most unfortunate. I have supported the farmers’ protests from the start but I cannot condone lawlessness. And on #RepublicDay no flag but the sacred tiranga should fly aloft the Red Fort. https://t.co/C7CjrVeDw7
— Shashi Tharoor (@ShashiTharoor) January 26, 2021
আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষন বলেছেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে নির্ধারিত রুটে না গিয়ে কৃষকদের একাংশ অন্যপথ ধরেছেন। এটা দুর্ভাগ্যের। লাল কেল্লা ছেড়ে কৃষকদের পূর্ব পরিকল্পিত রুটে আন্দোলন করা উচিত। এই ধরণের হিংসাত্মক ঘটনা কৃষক আন্দোলনকে ব্যাহত করতে পারে।’
It is unfortunate that some farmers on tractors have deviated from the pre agreed & designated route. It is extremely important for the farmers to go back to the designated route&above all remain totally non-violent. Any indiscipline or violence will seriously damage the movement
— Prashant Bhushan (@pbhushan1) January 26, 2021
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন