Advertisment

করোনাকে হারাতে পারেনি লকডাউন, ব্য়র্থ: রাহুল

''প্রতি মাসেই করোনা আক্রান্তের সংখ্য়া ব্য়াপকহারে বেড়ে চলেছে। এই ভাইরাসকে হারাতে পারেনি লকডাউন। সরকারের কাছে জানতে চাই, পরবর্তী কৌশল কী?''

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

আর মাত্র কয়েকদিন বাদেই শেষ হবে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। এদিকে, দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। এই প্রেক্ষাপটে লকডাউন নীতির সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী। মঙ্গলবার প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, করোনা মোকাবিলায় ব্য়র্থ হয়েছে লকডাউন। উল্লেখ্য়, আগামী ৩১ মে শেষ হবে চতুর্থ দফার লকডাউন।

Advertisment

ঠিক কী বলেছেন রাহুল গান্ধী?
কংগ্রেস সাংসদ বলেছেন, ''দু'মাস আগে লকডাউন লাগু করার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ২১দিনে করোনার বিরুদ্ধে আমরা জয়লাভ করব। আজ ৬০ দিনেরও বেশি হয়ে গেল, প্রতি মাসেই করোনা আক্রান্তের সংখ্য়া ব্য়াপকহারে বেড়ে চলেছে। এই ভাইরাসকে হারাতে পারেনি লকডাউন। সরকারের কাছে জানতে চাই, পরবর্তী কৌশল কী?''

আরও পড়ুন: করোনায় গুজরাতের হাল নিয়ে মোদী-শাহকে বিঁধল কংগ্রেস

উল্লেখ্য়, দেশে করোনা সংক্রমণের প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। রোজই করোনা আক্রান্তের সংখ্য়ার রেকর্ড গড়ছে ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য় অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬ হাজার ৫৩৫ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০। যার মধ্য়ে করোনায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪৯০ জন। ভারতে করোনায় মৃতের সংখ্য়া ৪ হাজার ১৬৭।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi coronavirus
Advertisment