Advertisment

রাহুল গান্ধী সতর্ক হোন, আদালত অবমাননার মামলা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের

ভবিষ্যতে সতর্ক থাকতে হবে রাহুল গান্ধীকে। এই বলেই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির করা আদালত অবমাননার মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাহুল গান্ধী

ভবিষ্যতে সতর্ক থাকতে হবে রাহুল গান্ধীকে। এই বলেই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির করা আদালত অবমাননার মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে স্বস্তিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রী মোদীকে অবমাননাকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাহুল।

Advertisment

এদিন আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষেণ এবং বিচারপতি এমকে জোসেফের তিন সদস্যের বেঞ্চ জানান, 'দুর্ভাগ্যের যে কোনও রকম যাচাই ছাড়াই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবমাননাকারী (রাহুল গান্ধী) মন্তব্য করেছিলেন।' ভবিষ্যতে রাহুল গান্ধীকে সতর্ক থাকার পরামর্শ দেয় দেশের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: শবরীমালা: মহিলাদের প্রবেশাধিকারের ইস্যু সাত বিচারপতির বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

২০১৮ সালের শেষ দিকে রাফাল মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপরে তাই নিয়ে পুনর্বিবেচনার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। সেখানে কিছু নথি পেশ হলে কেন্দ্র তা নিয়ে আপত্তি জানায়। যা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। সেই ঘটনার সূত্র ধরে গত ১০ এপ্রিল রাহুল গান্ধী সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে বলেছিলেন, সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে 'চৌকিদার চোর হ্যায়'। অর্থাৎ সুপ্রিম কোর্টের নাম নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

সুপ্রিম কোর্টকে জড়িয়ে প্রধানমন্ত্রীকে অপমানের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। এর আগে তাঁর মন্তব্যের জন্য দেশের সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমা চেয়ে নেন রাহুল। এদিন সেই মামলা খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্জ জানায়, 'দেশের রাজনৈতিক পরিষরে রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। রাজনীতির মধ্যে বৈধ বা অবৈধভাবে কোনও আদালতকেই টেনে আনা উচিত নয়।'

Read the full story in English

rahul gandhi
Advertisment