Advertisment

মোদীর আমলে গ্যাস-ডিজেল-পেট্রোল এই তিন 'জিডিপি' বৃদ্ধি পেয়েছে, খোঁচা রাহুলের

দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নতুন করে সর্বকালের সর্বোচ্চ উচ্চতা ছোঁয়ার একদিন পরেই প্রাক্তন কংগ্রেস প্রধানের আক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশে পেট্রোল-ডিজেলের দাম সর্বোচ্চ হওয়ার প্রসঙ্গে রবিবার মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন যে, মুদ্রাস্ফীতিজনিত কারণে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে আর মোদী সরকার কর আদায়ে ব্যস্ত।

Advertisment

সপ্তাহে চতুর্থবারের জন্য হার বাড়ানোর পরে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নতুন করে সর্বকালের সর্বোচ্চ উচ্চতা ছোঁয়ার একদিন পরেই প্রাক্তন কংগ্রেস প্রধানের আক্রমণ। রাহুল এদিন হিন্দিতে একটি টুইট করে বলেন, "মোদীজি দেশের জিডিপি বাড়িয়েছেন। তবে এই জিডিপি হল- গ্যাস, ডিজেল এবং পেট্রোল। এই সব জ্বালানির দামগুলিতে অসাধারণ প্রবৃদ্ধি নিয়ে এসেছেন।"

তিনি এও বলেন, "মুদ্রাস্ফীতির কারণে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, যখন মোদী সরকার কর আদায় ব্যস্ত"। দাম বাড়ার ফলে দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৫.৭০ টাকা এবং মুম্বাইয়ে ৯২.২৮ টাকায় দাঁড়িয়েছে।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

GDP rahul gandhi PM Narendra Modi
Advertisment