গান্ধী পদবীর হাত থেকে রেহাই পেতে চাইছেন একজন। তাঁর নাম রাহুল।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন সাংগঠনিক চ্যালেঞ্জের মোকাবিলায় ব্যস্ত, তখন ২২ বছরের এই রাহুল গান্ধী নিজের পরিচয় প্রমাণ করতে লড়াই চালাচ্ছেন।
২২ বছরের রাহুল, তাঁর পদবী ছাড়তে চান। পেশায় তিনি বস্ত্র ব্যবসায়ী। তিনি যে ভুয়ো ব্যক্তি নন, সে কথা প্রমাণ করতেই হাঁফিয়ে উঠেছেন তিনি।
মঙ্গলবার পিটিআইকে ইন্দোরের অখণ্ড নগরের বাসিন্দা রাহুল বলেছেন, "আমার আধার কার্ড রয়েছে, সেটাই আমার পরিচয়ের একমাত্র প্রমাণ। যখন আমি তার কপি নিয়ে কোনও মোবাইলের সিম কার্ড কিনতে যাই বা অন্য কোনও কাজে যাই, লোকে ভাবে আমি ভুয়ো, আমার দিকে সবাই সন্দেহের চোখে তাকাতে শুরু করে।"
তিনি যখন কাউকে ফোন করে নিজের নাম বলেন রাহুল গান্ধী, লোক মুখের উপর ফোন কেটে দেয়, ভাবে ভুয়ো ফোন। কেউ কেউ আবার রসিকতা করে জিজ্ঞাসা করে রাহুল গান্ধী ইন্দোরে এসেছেন কেন!
রাহুলের বাবার নাম রাজেশ মালব্য। তিনি আধা সামরিক বাহিনীতে কাজ করতেন। বিএসএফের উপরতলার অফিসাররা তাঁকে গান্ধী নামে ডাকতেন। নামটা পছন্দ হয়ে যায় রাজেশের। পদবীটা গ্রহণ করে ফেলেন তিনি।
রাহুল মালব্য যখন স্কুলে ভর্তি হন, তখন তাঁর বাবা ছেলের নাম নথিভুক্ত করান রাহুল গান্ধী হিসেবে।
ক্লাস ফাইভে পড়তে স্কুল ছেড়ে দিয়েছিলেন রাহুল। রাজনীতিতে তাঁর আগ্রহ নেই। তিনি বলছেন, "এখন আমি আইনি পদ্ধতিতেই নিজের পদবী বদলাতে চাই।"