Advertisment

বেলাইন বিকানের এক্সপ্রেস: দুর্ঘটনা-নাকি নাশকতা? 'তদন্ত হবে', ঘোষণা রেলমন্ত্রীর

শুক্রবার দুর্ঘটনাস্থলে যাবেন রেলমন্ত্রী। জানিয়েছেন স্বয়ং অশ্বিনী বৈষ্ণব।

author-image
IE Bangla Web Desk
New Update
rail minister ashwini baishnabs reaction on bikaner express derailed

দুমড়ে-মুচড়ে গিয়েছে রেলের কামরা।

দোমহনিতে বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা কী কারণে? তার তদন্ত করবে রেল। বৃহস্পতিবার সন্ধ্যায় জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবারই তিনি ঘটনাস্থলে আসছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

Advertisment

এছাড়াও রেলের তরফে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। রেল জানিয়েছে বেকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহত ও কম আহতদের যথাক্রমে ১ লক্ষ ও ২৫ হাজার করে দেওয়া হবে।

রেল দুর্ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করেন রেলমন্ত্রী। সেখানে উল্লেখ, 'অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সন্ধ্যায় নিউ ময়নাগুড়ির কাছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা লাইচ্যীত হয়েছে। উদ্ধার কাজ যাতে মসৃণভাবে হয় সেদিকে ব্যক্তিগতভাবে নজর রাখছি।'

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিয়েছি, ট্যুইট রেলমন্ত্রীর

দোমহনিতে লাইনচ্যূত হয়েছে আপ বিকানের এক্সপ্রেস। ওই ট্রেনটি পাটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল। ইতিমধ্যেই ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আশঙ্কাজনক ৮ জন। কামরা কেটে উদ্ধার করা হয়েছে ৪০জনকে।

আরও পড়ুন- উত্তরবঙ্গে বেলাইন বিকানের এক্সপ্রেস, মৃত বেড়ে ৪, আরও প্রাণহানির আশঙ্কা

এই ঘটনার পরপরই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। রাজ্য সরকারের আধিকারিকরা, জেলাশাসক, পুলিশ সুপার, উত্তরবঙ্গের আইজি পরিস্থিতি ও উদ্ধারকাজের নজর রাখছেন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন- বিকানের এক্সপ্রেস দুর্ঘনা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, উদ্ধারকাজে তদারকিতে নবান্ন

West Bengal
Advertisment