ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই কেন্দ্রীয় রেলমন্ত্রী বাহানাগা বাজার পরিদর্শন করেছেন, এলাকার উন্নয়নে ২ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার বালাসোর জেলার বাহানাগা-র জন্য ২ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এখানেই গত ২রা জুন সন্ধ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন প্রায় হাজারের বেশি। বাহানাগা বাজার স্টেশনে জারি থাকা সংস্কার কাজ পরিদর্শন করার পরে, মন্ত্রী বলেন, ‘এলাকার উন্নয়নের জন্য তার সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পাশাপাশি ভারতীয় রেলওয়ে স্থানীয় হাসপাতালের সংস্কারে ১ কোটি টাকা ব্যয় করেছে’।
এলাকার উন্নয়নে তিনি ২ কোটি টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি। তিন দিনের সফরে রাজ্যে এসে বাহানাগা বাজার পরিদর্শনে যান। ২ রা জুন দুর্ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্য্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী লোকদের সঙ্গে দেখাও করেন তিনি। তিনি বলেন, “ট্রেন দুর্ঘটনার পর বাহঙ্গার মানুষ যেভাবে উদ্ধারকাজে সাহায্য করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে এখানে এসেছি”।
এখানে কী কী উন্নয়নমূলক কাজ করা যায় সে বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি । রেলওয়ে স্থানীয় হাসপাতালের উন্নয়নে এবং শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের জন্য তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেন। মন্ত্রী পরে বালাসোর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসক ও কর্মীদের সঙ্গে দেখা করেন। বালাসোর রেলস্টেশনের উন্নয়ন কাজেরও পর্যালোচনা করেন তিনি।