Advertisment

'ট্রেন যাত্রা এড়ান, করোনায় রেল সফর বিপজ্জনক', বার্তা রেলমন্ত্রকের

কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, ট্রেনের যাত্রীদের মধ্য়ে কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এই পরিস্থিতিতে ট্রেন সফর বিপজ্জনক বলে বর্ণনা করেছে রেল মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
india lockdown railways

প্রতীকী ছবি

ট্রেনে সফর করলে করোনাভাইরাসের শিকার হতে পারেন। তাই আপাতত ট্রেন সফর এড়িয়ে চলুন। করোনা পরিস্থিতিতে ট্রেনে যাত্রা এড়াতে শনিবার এমন বার্তাই দিল রেলমন্ত্রক। কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, ট্রেনের যাত্রীদের মধ্য়ে কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এই পরিস্থিতিতে ট্রেন সফর বিপজ্জনক বলে বর্ণনা করেছে রেল মন্ত্রক।

Advertisment

উল্লেখ্য়, করোনা আবহে রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনতা কার্ফুর জেরে হাজারেরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার দূরপাল্লার ১৩০০টি ট্রেন ও ২৪০০ প্য়াসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। অন্য়দিকে, জনতা কার্ফু চলাকালীন কোনও যাত্রী স্টেশনে থাকতে চাইলে তাঁর জন্য় থাকার ব্য়বস্থা করা হবে বলে জানিয়েছে আইআরসিটিসি। রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু পালনের কথা বলেছেন মোদী।

আরও পড়ুন: ট্রেন বাতিল হলে পুরো টাকা ফেরত পাবেন যাত্রীরা, করোনায় সিদ্ধান্ত রেলের

কোনও ট্রেন বাতিল করা হলে, টিকিটের পুরো টাকা ফেরতের জন্য় ৪৫ দিনের মধ্য়ে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীরা। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় রেল। উল্লেখ্য়, এর আগে ট্রেন বাতিল হলে তিনদিনের মধ্য়ে পুরো টাকা ফেরতের জন্য় আবেদন করতে পারতেন যাত্রীরা।

অন্য়দিকে, করোনা মোকাবিলায় রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য় বন্ধ করে দেওয়া হচ্ছে ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম, কিচেন। রবিবার থেকে ক্য়াটারিং পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে। শুধুমাত্র স্ন্য়াকস, চা, কফি পরিবেশন করা হবে বলে জানা যাচ্ছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona
Advertisment