Advertisment

জাল মেডিকেল বিল দেখিয়ে অর্থ আদায়, ISIS জঙ্গিদের অভিনব সাহায্য রেল আধিকারিকের, তদন্তে NIA

মারাত্মক অভিযোগ উঠেছে রেলেরই এক কর্মীর বিরুদ্ধে। এখন এই বিষয়ে তদন্তে নেমেছে NIA

author-image
IE Bangla Web Desk
New Update
Railways clerk forged bills, helped fund ISIS module, finds NIA probe

গ্রেফতারকৃত 15 আইএসআইএস সদস্যের সবাই মহারাষ্ট্রের থানে জেলার বাসিন্দা।

জাল মেডিকেল বিল তৈরি করে রেলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকাই আইএসআইএস জঙ্গিদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতেন, এমনই মারাত্মক অভিযোগ উঠেছে রেলেরই এক কর্মীর বিরুদ্ধে। এখন এই বিষয়ে তদন্তে নেমেছে NIA

Advertisment

জানা গিয়েছে রেলের ফাইনান্স বিভাগে কর্মরত ওই আধিকারিক ক্রমাগত জঙ্গিদের অর্থ সাহায্য করে আসছিল। টাকা সংগ্রহ করতে একাধিক বার জাল মেডিকেল বিল জমা দেন তিনি। এর ভিত্তিতে প্রাপ্ত অর্থ আইএসআইএস জঙ্গিদের কাছে পাঠানো হয়েছিল। গোটা বিষয়টির তদন্ত করছে NIA । অভিযুক্তের খোঁজ চলছে। উত্তর রেলওয়ে এখন দিল্লির একটি থানায় এই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সন্ত্রাসবাদীদের অর্থসাহায্যের অভিযোগে ভারতীয় রেলে কর্মরত এক আধিকারিককে খুঁজছে। নর্দান রেলওয়েতে কর্মরত এই আধিকারিক জাল মেডিকেল বিল দিয়ে টাকা আদায় করতেন বলেই অভিযোগ। এরপর একই টাকা ইসলামিক স্টেটের (আইএসআইএস) ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। চলতি বছরের অক্টোবরে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে এই আধিকারিকের পরিচয় সামনে আসে।

চলতি বছর অক্টোবরে, দিল্লি পুলিশ তিন আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করে। তারা হলেন শাহনওয়াজ আলম, মহম্মদ আশরাফ এবং মহম্মদ আরশাদ ওয়ারসি। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা যায় তারা ক্রমাগত কিছু সোর্স থেকে টাকা পাচ্ছিল। তদন্তে জানা গেছে যে নয়ডায় বসবাসকারী এক রেল কর্মচারী তাদের ক্রমাগত সেই টাকার জোগান দিতেন। উত্তর রেলওয়ে এখন দিল্লির একটি থানায় এই কর্মচারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআর-এ তাঁর বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।

এর আগেও, এনআইএ রাজ্য গোয়েন্দার সহযোগিতায় একাধিক সন্ত্রাসবাদী মডিউল ফাঁস করেছে। সম্প্রতি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ঝাড়খণ্ড থেকে অনেক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

NIA ISIS
Advertisment