Advertisment

বিরাট সুখবর! বন্দে ভারতের ভাড়া কমল ২৫%, এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণ এখন আরও সস্তা

ছুটির দিন বা উৎসবের সময় চালানো বিশেষ ট্রেনগুলিতে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Howrah puri vande bharat express regular run from 20 may ticket booking start today , শুরু পুরী-হাওড়া বন্দে ভারতের টিকিট বুকিং, খরচ কত? যাত্রী নিয়ে কবে থেকে ছুটবে ট্রেন?

বন্দে ভারত এক্সপ্রেস।

বন্দে ভারতে ভ্রমণকারীদের জন্য সুখবর, ২৫% পর্যন্ত কমল ভাড়া, এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণ এখন আগের থেকে সস্তা! রেলওয়ে বোর্ডের আদেশ অনুসারে, বন্দে ভারত সহ সমস্ত ট্রেনের এসি চেয়ার কার, এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৫% কমানো হবে। এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস ট্রেনের ভাড়া ২৫% কমবে বলে জানিয়েছে রেলওয়ে বোর্ড। বোর্ড জানিয়েছে যে বন্দে ভারত সহ সমস্ত ট্রেনের এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৫ শতাংশ পর্যন্ত কমানো হবে। রেলওয়ে বোর্ড জোনগুলিকে গত ৩০ দিনে যে সকল ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়নি সেই সকল ট্রেনগুলিতে নতুন ভাড়া অবিলম্বে চালু করার নির্দেশ দিয়েছে।

Advertisment

ট্রেনে যাত্রীদের বিরাট জন্য সুখবর। রেলওয়ে বোর্ড তার একটি আদেশে বলেছে যে বন্দে ভারত-সহ ভারতের সমস্ত এগ্জিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্তাডোম এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেনের ভাড়া কমতে পারে ২৫ শতাংশ পর্যন্ত। রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে। রেলওয়ে বোর্ডের আদেশে বলা হয়েছে৷ "স্কিমটি এসি চেয়ার কার, এগ্জিকিউটিভ ক্লাস ট্রেন এবং ভিস্তাডোম বগি সহ এসি আসন সহ সমস্ত ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে প্রযোজ্য হবে,"।

আদেশে বলা হয়েছে, “মূল ভাড়ায় ছাড় সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে। অন্যান্য চার্জ যেমন রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ, জিএসটি অতিরিক্ত চার্জ করা হতে পারে। যাত্রী সংখ্যার উপর নির্ভর করবে কোন শ্রেণীতে কত ছাড় দেওয়া যেতে পারে। গত ৩০ দিনে যে ট্রেনগুলির মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়নি, সেই ট্রেনগুলিতে কার্যকর হবে নতুন ভাড়া। কোন বিভাগে কত ভাড়া কমবে, সে বিষয়ে রেল বোর্ড সিদ্ধান্ত নেবে না। বিভিন্ন জোনের কর্মকর্তারাই সিদ্ধান্ত নেবেন। আদেশে আরও বলা হয়েছে, “ছাড় ব্যবস্থা অবিলম্বে কার্যকর করতে হবে। ছুটির দিন বা উৎসবের সময় চালানো বিশেষ ট্রেনগুলিতে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না।

Vande Bharat
Advertisment