প্রয়াত করোনায় আক্রান্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদী

সংসদে বাদল অধিবেশনের শুরুতেই তাঁর করোনা ধরা পড়ে। এরপর তিনি দিল্লির এইমসে ভর্তি হন।

সংসদে বাদল অধিবেশনের শুরুতেই তাঁর করোনা ধরা পড়ে। এরপর তিনি দিল্লির এইমসে ভর্তি হন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুরেশ অঙ্গদী

করোনার থাবায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু বুধবার আরও বড় দুঃসংবাদ এল। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদী। গত ১৪ সেপ্টেম্বর তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই তাঁর করোনা ধরা পড়ে। এরপর তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন। তবে করোনা যুদ্ধে হেরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ অঙ্গদী।

Advertisment

জানা গিয়েছে, মন্ত্রীর বয়স হয়েছিল ৬৫ বছর। বিজেপির হয়ে বেলাগাভি লোকসভা কেন্দ্র থেকে তিনি ভোটে জেতেন। এরপর রেল মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। করোনার জেরে সংসদ দীর্ঘদিন বন্ধ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর বাদল অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে টেস্ট করতেই তাঁর করোনা ধরা পড়ে। তারপর তিনি দিল্লির এইমসে ভর্তি ছিলেন। এদিন তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Read the full story inEnglish

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

COVID-19