Advertisment

রেলের সম্পত্তি নষ্ট করতে এলেই গুলি: রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি

প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, 'পোশাক দেখেই চেনা যাচ্ছে বিক্ষোভকারী কারা।' রাখঢাক না রেখে এই বিক্ষোভের জন্য সংখ্যালঘু মুসলমানদের দায়ী করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কর্নাটকের বেলাঘাভির সাংসদ অঙ্গাদি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি।

ভয়ঙ্কর নির্দেশ দিলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। রেলের সম্পত্তি নষ্ট করতে এলে ঘটনাস্থলেই গুলি করার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী সুরেশ অঙ্গাদি বলেছেন, 'আমি জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, কেউ রেলের সম্পত্তি নষ্ট করতে এলেই গুলি চালান। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই আমি এই নির্দেশ দিয়েছি।'

Advertisment

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভ চলছে। আসাম, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব অশান্ত। এরাজ্যেও বিক্ষোভে আগুন জ্বলেছে। নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদে ট্রেনে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে একাধিক ট্রেন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধে নাকাল হয়েছেন সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে বিক্ষোভ কমাতে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির নির্দেশ, বিতর্কে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: চাপে চুপ? এনআরসি প্রসঙ্গে মুখে কুলুপ বিজেপি-মোদী সরকারের

প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, 'পোশাক দেখেই চেনা যাচ্ছে বিক্ষোভকারী কারা।' রাখঢাক না রেখে এই বিক্ষোভের জন্য সংখ্যালঘু মুসলমানদের দায়ী করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কর্নাটকের বেলাঘাভির সাংসদ অঙ্গাদি। এছাড়া বিক্ষোভকারীদের বিভ্রান্ত করার জন্য কংগ্রেসের বিরুদ্ধে সরব হন তিনি। হুবাল্লিতে রেলের এর অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, 'হিংসা ছড়িয়ে, সরকারি সম্পত্তি নষ্ট করে দেশের অর্থনীতির ক্ষতি করছে স্থানীয় মুসলমানরা। কংগ্রেস একে সমর্থন করছে। তবে, আমি এই ধরনের কাজের তীব্র নিন্দা করি।'

সম্পত্তি নষ্ট করতে এলেই গুলি চালান মন্তব্যের পক্ষে বলতে গিয়ে রেল প্রতিমন্ত্রী বলেন, 'বহু বছর ধরে তিলে তিলে সরকার সম্পতি তৈরি করে। পরিষেবা ভাল করা হয় দেশবাসীর সুবিধায়। তার ক্ষতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দেশবাসীর করের টাকা কোনওভাবেই ধ্বংস করা যাবে না।' এপ্রসঙ্গে সর্দার বল্লবভাই প্যাটেলের উদাহরণ তুলে ধরেন তিনি। তাঁর মতে, 'সরকারি সম্পত্তি নষ্ট করা হলে প্রশানের কড়া হাতে তা মোকাবিলা করা উচিত।' এদিনের অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বক্তব্য পেশ করেন সুরেশ অঙ্গাদি।

Read the full story in English

Citizenship Amendment Act bjp
Advertisment