ডাক মেসেঞ্জারের পর ব্রিটিশ আমলের আরও এক পদে দাঁড়ি টানতে চলেছে রেলমন্ত্রক। এবার রেলের‘খালাসি’ প্রথা তুলে দিতে চলেছে মন্ত্রক। খালাসি অর্থাৎ বাংলো পিওনরা রেলের বিভিন্ন আধিকারিকদের বাড়িতে কাজ করতেন। এই পদে আর নতুন করে নিয়োগ করতে নিষেধ করেছে রেলমন্ত্রক।
৬ অগাস্ট এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রক জানিছে যে, টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসির পদে নতুন নিয়োগ হবে কিনা তা এখনও আলোচনা সাপেক্ষ বিষয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসির পদে নতুন নিয়োগের বিষয়টি এখনও রেলবোর্ডের আলোচনার মধ্যে রয়েছে। তাই এই মুহূর্তে এই পদে নতুন কোনও নিয়োগ হবে না, বা নিয়োগ সংক্রান্ত কোনও নির্দেশিকাও জারি হবে না।'
রেলমন্তকের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, '১ জুলাই ২০২০ সাল পর্যন্ত যেসব সিদ্ধান্ত কার্যকরী করার প্রস্তাব রেলবোর্ডের কাছে এসেছিল সেগুলি পুনরায় পর্যালোচনা করে দেখা হচ্ছে। তাই এই মুহূর্তে এই সংক্রান্ত কোনও নিয়োগ রেলে হবে না। প্রতিটি শাখাকে তা জানিয়ে দেওয়া হল। একবার বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হলে তা জানিয়ে দেওয়া হবে।'
দিন কয়েক আগেই রেলের তরফে খরচ বাঁচাতে ডাক মেসেঞ্জার পদ অবলুপ্তির কথা জানানোহয়। রেলে ডাক মেসেঞ্জারের মাধ্যমে গোপনীয় নথিপত্র এক দফতর থেকে অন্য দফতরে পাঠানোর রেওয়াজ চালু ছিল বহুকাল ধরে। জানানো হয় যে, এবার থেকে গোপন নথি ই-মেইলে পাঠাতে হবে। প্রয়োজনে ভিডিও কমফারেন্স করতে হবে।
ব্যয় কমাতে রেল সুরক্ষাক্ষেত্র ছাড়া অন্যান্য বিভাগে ৫০ শতাংশ শূন্যপদ বিলোপের সিদ্ধান্তও নিয়েছে। করোনা আবহে আপাতত সব শূন্যপদেই নিয়োগ স্থগিত রাখার নিয়েছে রেল।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন