অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলতে পারে আজই। ঘণ্টা দুয়েকের মধ্যে কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুপুর ১২টার মধ্যে কলকাতাসহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, পচা মাংসকাণ্ডের তদন্তে গঠিত হবে উচ্চ পর্যায়ের কমিটি, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
এছাড়াও বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা গেছে।
আরও পড়ুন, কয়েক ঘণ্টার মধ্যে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি! জানাল হাওয়া অফিস
অন্যদিকে, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।