Kolkata Current Weather: আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, সঙ্গে কলকাতা এবং উপকূলবর্তী এলাকায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
জলমগ্ন রাস্তায় সাবধানে পা ফেলা। ছবি: অরুণিমা কর্মকার
আজ সকাল থেকে কার্যত বেহাল কলকাতার বহু এলাকা। রাস্তাঘাট জলমগ্ন, বাস ট্রামের সংখ্যা দৃশ্যতই কম, যার ফলে নিত্যযাত্রীরা প্রবল অসুবিধের মুখে পড়েছেন। পাশাপাশি দমদমে মেট্রো রেলের আন্ডার পাসে জল ঢুকে যাওয়ার ফলে ব্যাহত হয়েছে মেট্রো রেল পরিষেবাও।
কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর ওপর গাড়ি খারাপ হয়ে যাওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা যেন হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করেন। ঘন্টাখানেক ধরে সেতুর ওপর আটকে থাকা আমাদের প্রতিবেদক জানাচ্ছেন, কলকাতা-গামী ট্র্যাফিক কার্যত অচল।
Kolkata Heavy Rain: Weather Forecast for Kolkata, West Bengal India
এছাড়াও নিউ টাউন, সল্ট লেক, সেন্ট্রাল এভিনিউ, কলেজ স্ট্রিট, এবং দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চলে ট্র্যাফিকের গতি অত্যন্ত শ্লথ। চিংড়িহাটা ফ্লাইওভারের ওপরেও জল জমার ফলে ট্র্যাফিকের গতি মন্থর। সল্ট লেক মুখো যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলছে।
দ্বিতীয় হুগলি সেতুর ওপর কলকাতা-গামী ট্র্যাফিক। ছবি: সৌরদীপ সামন্ত
রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত কলকাতায় বৃষ্টি পরিমাণ (মিমি):
মানিকতলা ১০৪
বীরপাড়া ৫৪
বেলগাছিয়া ৪২
ধাপা ৭৯
তপসিয়া ৫১
উল্টাডাঙ্গা ১০৮
পামারব্রিজ ৯৫
ঠনঠনিয়া ৯৪
বালিগঞ্জ ২০
মোমিনপুর ২২.৭৫
চেতলা ৪
যোধপুর ৫
কালিঘাট ২১.৪০
কামডহরী ৩
দত্তবাগান ৪৪
জিঞ্জিরাবাজার ১৬
বেহালা ১২.৪০