Advertisment

আজ ও কাল কলকাতাসহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ও কাল কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
rain ,বৃষ্টি

কলকাতাসহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।

মাঝখানে কয়েকদিনের বিরতি, তারপর আবারও ক্রিজে ফিরল বর্ষা। শুধু ফিরলই না, আপাতত দু'দিন ঝোড়ো রান করতে মুখিয়ে রয়েছে সে। গত ক'দিনে বৃষ্টি না হওয়ায় আবারও প্যাচপ্যাচে  গরমে ঘাম ঝরছিল শহরবাসীর। রবিবার সকালেও রোদের দাপট ছিল ঠিকই। কিন্তু বেলা গড়াতেই আকাশের চেহারা পাল্টে গেল। কালো মেঘে ঢেকে গেল কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। শুধু মহানগরই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও এই একই ছবি। দুপুর গড়াতেই ঝিরঝির বৃষ্টি শুরু রাজ্য়ের বিভিন্ন প্রান্তে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও কাল কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে।

Advertisment

এদিনের আকাশের পরিস্থিতি নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে বৃষ্টি শুরু হয়েছে তা থামার নয়। কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বীরভূম জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে শুধু আজই নয়, আগামিকালও ভারী বর্ষণের কবলে পড়বে কলকাতা। সোমবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বীরভূমেও ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন, বানভাসি কেরালার পাশে পশ্চিমবঙ্গসহ অন্য রাজ্য, প্রত্যাহৃত রেড অ্যালার্ট

কী কারণে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে এই বর্ষণ। একইসঙ্গে আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

rain weather kolkata news
Advertisment