Advertisment

প্রবল বৃষ্টির জেরে হিমাচলে বন্যা পরিস্থিতি, ভূমিধসে বন্ধ কুল্লু-মানালি হাইওয়ে

ভারতের আবহাওয়া দফতর(আইএমডি) রাজ্যের সাতটি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kullu rains, beas river, heavy rain, weather update, monsoon, monsoon tracker, rain in india, imd, delhi, himachal pradesh, landslide, road blocked, red alert, indian express

ভূমিধসে কুল্লু-মানালি হাইওয়ে বন্ধ! আবহাওয়া দফ তর (IMD) সাতটি জেলার জন্য একটি 'রেড' সতর্কতা জারি করেছে। রবিবার হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বিয়াস নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং রাজ্য জুড়ে ভূমিধসের বন্ধ একাধিক রাস্তা। ভারতের আবহাওয়া দফতর(আইএমডি) রাজ্যের সাতটি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

Advertisment

পুলিশ জানিয়েছে, ভূমিধসের কারণে কুল্লু-মানালি হাইওয়ে বন্ধ হয়ে গিয়েছে, কুল্লু এবং মানালি থেকে অটল টানেল এবং রোহটাংয়ের দিকে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, রবিবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল কুল্লুর কাছে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাড়িতে আটকে পড়া ৬ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে প্রবল স্রোতে নদীতে একটি গাড়ি ভেসে গেছে।

হিমাচলে বন্যা নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সর্বশেষ পূর্বাভাস অনুসারে, চাম্বা, কাংড়া, মান্ডি, হামিরপুর এবং বিলাসপুর সহ রাজ্যের সাতটি জেলায় ভারী বর্ষণ এবং বন্যার জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও ভূমিধসের খবরও পাওয়া যাচ্ছে।

বর্ষার বৃষ্টি, ভূমিধস এবং বিভিন্ন স্থানে বন্যার কারণে রাজ্যে পর্যটন ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। আবহাওয়া দফতরের লাল ও কমলা সতর্কতার পরিপ্রেক্ষিতে পর্যটকরা হোটেল বুকিং বাতিল করেছেন। এবার গ্রীষ্মের মৌসুমে পর্যটন ব্যবসা বেশ ভাল হওয়ায় হোটেল ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি ফুটেছে।  কিন্তু বর্ষা শুরু হওয়ায় প্রভাব পড়েছে পর্যটন ব্যবসায়। এর পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কারণে ঘর থেকে বেরনো কঠিন হয়ে পড়েছে।

Himachal Pradesh
Advertisment