সন্ধের মধ্যে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সন্ধে সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর
বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন, GOOGLE DOODLE: রাজা রামমোহন রায়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
গত শুক্রবার কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল।