অস্বস্তি থেকে খানিকটা রেহাই মিলল কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সকাল সাড়ে ১০টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হল। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারেও বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন,আবার দাম বাড়ল পেট্রোল ডিজেলের, জেনে নিন নতুন দাম কত হল?
কয়েক ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে বোমা বিস্ফোরণে নিহত ২, জখম কয়েকজন
কলকাতার পাশাপাশি নদিয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ওই এলাকায় বইবে ঝোড়ো হাওয়াও। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা গেছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ওই এলাকায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।