জি-২০ শীর্ষ সম্মেলন শেষে ভিয়েতনাম সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজধানী হ্যানয়ে পৌঁছে ভিয়েতনামের সরকারের সঙ্গে ও খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার তিনি ভারত-মার্কিন অংশীদারিত্ব এবং G20 শীর্ষ সম্মেলন জোরদার করার উপায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেছেন। সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছেন।বাইডেন আরও উল্লেখ করেছেন তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সংবাদ পত্রের স্বাধীনতা ও মানবাধিকারের মতো একাধিক বিষয় নিয়েও আলোচনা করেছেন।
নয়াদিল্লি থেকে হ্যানয় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। সাংবাদিকদের বাইডেন বলেন, "আমি সবসময় যেমন করি, আমি মোদীর কাছে মানবাধিকার ও সুশীল সমাজের ভূমিকা এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে মুক্ত সংবাদপত্রের গুরুত্ব তুলে ধরেছি।"
মোদী এবং বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর শুক্রবার এক যৌথ বিবৃতি জারি করা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়েছে “নেতারা নিশ্চিত করেছেন যে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তি, বহুত্ববাদ এবং সকল নাগরিকের জন্য সমান সুযোগের ভাগ করা মূল্যবোধ আমাদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। এই মূল্যবোধগুলো আমাদের সম্পর্ককে মজভূত করে তোলে।
পাশাপাশি জি-২০ মঞ্চ থেকে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর” নিয়ে বিরাট ঘোষণা করেন বাইডেন। করিডোর সম্পর্কে তিনি বলেন ‘রিয়েল ডিল’-এর ফলে র্থনৈতিক বিনিয়োগের জন্য অগণিত সুযোগ উন্মুক্ত হতে চলেছে । তিনি আরও বলেন ইউক্রেনের যুদ্ধ নিয়েও নয়াদিল্লিতে G20 সম্মেলনে আলোচনা হয়েছে। একটি ন্যায্য ও স্থায়ী শান্তির প্রয়োজনীয়তার বিষয়ে যথেষ্ট ঐকমত্যর ওপর বৈঠকে জোর দেওয়া হয়।