Advertisment

১৫ লাখ ঘুষ নিয়ে জালে ইডি আধিকারিক, গ্রেফতার করল দুর্নীতিদমন শাখা

রক্ষকই ভক্ষক!

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan ACB arrests ED official for one other for accepting Rs 15 lakh bribe , ১৫ লাখ ঘুষ নিয়ে জালে ইডি আধিকারিক, গ্রেফতার করল দুর্নীতিদমন শাখা

ধৃত নাভাল কিশোর মিনা ও তাঁর সহযোগী বাবুলাল মিনা।

মরুরাজ্যে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকের বিরুদ্ধে বড় অভিযোগ উঠল। ভোটমুখী রাজস্থানে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সরব কংগ্রেস। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সে রাজ্যেরই কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতেও হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। এবার সেই ইডি আধিকারিকাদের বিরুদ্ধেই ১৭ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তোলপাড়কাণ্ড। রাজস্থান পুলিশের এসিবি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিমন্ত প্রিয়দর্শী জানিয়েছেন, ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন- ‘ইন্ডিয়া’ জোটের কাজকর্মে তিতিবিরক্ত নীতীশ, একতরফাভাবে ধুয়ে দিলেন কংগ্রেসকে!

রাজস্থান পুলিশ সূত্রে খবর, ইম্ফলে একটি চিটফান্ড কেলেঙ্কারি মামলায় অভিযুক্তকে গ্রেফতারের বদলে ইডি-র উচ্চপদস্থ আধিকারিক নাভাল কিশোর মিনা ও তাঁর সহযোগী বাবুলাল মিনা ১৭ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। সম্প্রতি সেই অভিযোগ রাজস্থান পুলিশের কাছে করা হয়। এরপরই জয়পুরে এসিবি-র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডঃ রবির নেতৃত্বে একটি দল মিনা এবং তার সহযোগী বাবুলাল মিনাকে ১৫ লক্ষ টাকা হাতেনাতে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করেছে। ওই অধিকারিকদের বাড়িতেও তল্লাশি করে রাজস্থান পুলিশের দুর্নীতিদমন শাখা। ধৃত দু'জনেই জয়পুরের বাসিন্দা।

কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের এই বৈআইনি কাজকে কটাক্ষ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় ইডি-র আসল স্বরূপ খুলে গেল বলে দাবি কংগ্রেসের।

rajasthan Enforcement Directorate
Advertisment