Advertisment

দলিত যুবককে 'নাকে খত' দেওয়ানোর অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ

বাকী চার অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কের যেন শেষ হচ্ছে না।

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কের যেন শেষ হচ্ছে না। এবার রাজস্থানের আলওয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক দলিত যুবককে 'নাক খত' দেওয়ানোর অভিযোগ উঠল ১১ জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে পুলিশে অভিযোগ করেছেন বছর ৩২ এর ওই দলিত যুবক। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

ঠিক কী ঘটেছিল? রাজেশ কুমার মেঘওয়াল নামে বছর ৩২ এর এক দলিত যুবক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, “১৮ মার্চ দ্য কাশ্মীর ফাইলস” কে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন তিনি, তিনি বলেন, “আমি সিনেমার ট্রেলার দেখে একটি পোস্ট করেছিলাম ফেসবুকে”। পোস্টে লেখা ছিল, ছবিটিতে কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আমাদের দেশে নানান সময়ে দলিত সম্প্রদায়ের মানুষও অত্যাচারের স্বীকার। ‘দ্য কাশ্মীর ফাইলস’ কে যদি করমুক্ত ঘোষণা করা হয় তবে কেন জয় ভীমের মতো সিনেমা করমুক্ত করা হয় না? রাজেশ জানান, এরপরই কিছু লোক তার ওই পোস্টের নীচে ধর্মীয় স্লোগান তুলতে শুরু করে। এবং তাকে হুমকি প্রদর্শন এবং পোস্টের জন্য ক্ষমা চাইতে বলা হয়”। তার কথায়, এরপর আমাকে গ্রামের একটি মন্দিরে ডাকা হয়, যেখানে গ্রামের মাথারা উপস্থিত ছিলেন, আমাকে আশ্বাস দেওয়া হয় আমার ওপর কোন অত্যাচার করা হবে না। তা সত্ত্বেও আমাকে ১১ জন জোর করে মন্দিরে নাক খত দিতে বাধ্য করে”। এরপরই আমি পুলিশের দ্বারস্থ হই’।

publive-image
যুবকের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে “যুবকের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হুমকি, ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বাকীদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে”। এদিকে, রাজস্থান বিধানসভার স্পিকার সিপি জোশী বুধবার বলেছেন যে কোটা জেলা প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ স্ক্রিনিংয়ের ক্ষেত্রে ১৪৪ ধারা রদ করা হয়েছে। যদিও এর আগে আইনশৃঙ্খলার প্রশ্নে গত ২১ মার্চ কোটা জেলা প্রশাসন ১৪৪ ধারা আরপ করা হয়।

Read story in English

Facebook Post Kashmir Files
Advertisment