/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/gyandev-ahuja.jpg)
জ্ঞানদেব আহুজা
সোমবার দলত্যাগ করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। দল ছাড়ার কারণ হিসেবে দলের 'স্বৈরাতান্ত্রী আচরণ'কে দায়ী করেছেন তিনি। সম্প্রতি রাজস্থানের বিধানসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট দেওয়া হয়নি আহুজাকে।
"বিজেপি-র স্বৈরাতান্ত্রী আচরণের প্রতিবাদে দলের সদস্য পদ অস্বীকার করছি আমি। রাম জন্মভূমি, গো রক্ষা এবং হিন্দুত্ব-এর মতো বিষয়গুলোকে সামনে রেখে স্বাধীন ভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি আমি", সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন জ্ঞানদেব। রামগড় থেকে জ্ঞানদেবের পরিবর্তে নির্বাচনে লড়ার জন্য সুখবন্ত সিং-এর নাম ঘোষণা করেছে বিজেপি।
আরও পড়ুন, মাওবাদী তদন্তে দিগ্বিজয় সিংকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুনে পুলিশ
চলতি বছর রাজস্থানের লোকসভা উপনির্বাচনে বিজেপি-র হারের জন্য বসুন্ধরা রাজে-র সরকারকেই দায়ী করেছিলেন আহুজা।মন্ত্রিত্ব না পাওয়ায় ২০১৭-এর জানুয়ারি মাসে রাজ্য সরকারের সাতটি কমিটি থেকেও বেরিয়ে আসেন তিনি।
বছর কয়েক আগে বিতর্কিত মন্তব্য করে জোর আলোচনায় এসেছিলেন জ্ঞানদেব আহুজা। 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে নিয়মিত ৫০০ গর্ভ নিরোধক ইনজেকশন, ৩০০০ ব্যবহৃত কন্ডোম এবং ৫০০০০ হাড় পাওয়া যায়" এবং "সেখানে ছেলে মেয়েরা উলঙ্গ অবস্থায় নাচে", এক অনুষ্ঠানে তেমনটাই বলেছিলেন আহুজা। পেহলু খানের মৃত্যুতে বিন্দুমাত্র আফসোস নেই জানিয়েও কম বিতর্কে জড়াননি বিজেপি নেতা। বলেছিলেন, "আইন নিজেদের হাতে তুলে নেওয়া ঠিক নয়। কিন্তু গো পাচারকারী এবং গো হত্যাকারীদের এই পরিণতিই হয়ে এসেছে এবং ভবিষ্যতেও হবে"।
প্রসঙ্গত আগামী ৭ ডিসেম্বর এক দফাতেই রাজস্থানে বিধানসভা নির্বাচন হবে, ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।