Advertisment

পাইলট দেশে ফিরতেই জন্ম নিল অভিনন্দন

সদ্যোজাতর মা স্বপ্না দেবী বলেন, "আমি চাই আমার ছেলেও তাঁর মতো সাহসী হোক এবং যোদ্ধার মনোভাব অর্জন করুক। ভবিষ্যতে তাকে সৈনিক বানানোর ইচ্ছা আছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
abhinandan, অভিনন্দন

অভিনন্দন বর্তমান। ছবি: টুইটার।

শুক্রবার অভিনন্দের দেশের মাটিতে পা রাখা মাত্রই হাঁফ ছেড়ে বাঁচে গোটা দেশ। টিভির পর্দায় হলেও, একটিবার বীর পাইলটকে দেখার জন্য লাইভ সম্প্রচারে চোখ রেখেছিলেন দেশবাসী। ঠিক সেই সময় রাজস্থানের আলওয়ার জেলার কৃষানগড়ের ভুটানি পরিবারও সুসংবাদের অপেক্ষা করছিল। শুক্রবার তাদের পরিবারে জন্মগ্রহণ করে পুত্র সন্তান। তার দাদু জনেশ ভুটানি সাংবাদিকদের বলেন, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে সম্মান জানিয়ে নাতির নাম রাখা হয়েছে অভিনন্দন।

Advertisment

তিনি বলেন, এদিন পুত্রবধু সহ তাঁর পরিবারের সকল সদস্য একইসঙ্গে খবরের লাইভে আটকে ছিলেন। পাক সীমান্ত থেকে হেঁটে আসা বীরের মুখ যখন ঝপসা থেকে পরিষ্কার হয়ে উঠল, ঠিক সেসময়ই অভিনন্দনের মা'কে লেবার রুমে নিয়ে যাওয়া হয়।

সদ্যোজাতর মা স্বপ্না দেবী বলেন, "আমি চাই আমার ছেলেও তাঁর মতো সাহসী হোক এবং যোদ্ধার মনোভাব অর্জন করুক। ভবিষ্যতে তাকে সৈনিক বানানোর ইচ্ছা আছে।"

উল্লেখ্য, অভিনন্দন বর্তমানকে মুক্তির সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তি রক্ষার্থে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ছাড়া হচ্ছে বলে জানান ইমরান। একইসঙ্গে সমস্যা মেটাতে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। বুধবার অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেয় পাক সেনা। ওইদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার দুটি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে গুলি করে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। "কোনওরকম দর কষাকষি নয়, অবিলম্বে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরানো হোক," এই দাবিই পাকিস্তানের কাছে করে ভারত।

Read the full story in English

Pulwama Attack
Advertisment