Advertisment

অপহরণ করে টানা ধর্ষণ পরিবারের মেয়েকেই, গ্রেফতার অভিযুক্ত

বৃহস্পতিবার পোখরান থেকে বন্দী অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীকে। মেয়েটি বয়ানে জানায় যে অভিযুক্ত তাঁকে বারংবার ধর্ষণ করে।

author-image
IE Bangla Web Desk
New Update
ছাত্রীকে যৌন নিগ্রহ! এসএসকেএম-র দুই চিকিৎসককে সরাল স্বাস্থ্য দফতর

ছবি প্রতীকী।

নৃশংসতা দেখল মরুনগরী। দূর সম্পর্কের এক আত্মীয়ের হাতে গণধর্ষিত হতে হল ১৪ বছরের এক কিশোরীকে। ৪৫ বছরের ওই আত্মীয় কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করে একটি নির্মিয়মাণ এলাকায় ফেলে রাখে।

Advertisment

অনেকদিন মেয়ের খোঁজ না পেয়ে ১০ ফেব্রুয়ারি ইটওয়া থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছিল মেয়েটির পরিবারের তরফে। শিশু কল্যাণ কমিটির সামনে হাজির হওয়ার পরে ৪৫ বছর বয়সী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মেয়েটিকে কোটার একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

ইটওয়া থানার পুলিশ সুপার বিজয়শঙ্কর শর্মা জানান, বৃহস্পতিবার পোখরান থেকে বন্দী অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীকে। মেয়েটি বয়ানে জানায় যে অভিযুক্ত তাঁকে বারংবার ধর্ষণ করে। এমনকী সেই অবস্থায় একটি নির্মাণ সাইটে কাজ করতেও বাধ্য করে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পকসো) আইনের ধারায় মামলা করা হয়েছে। শুক্রবার ওই ৪৫ বছরের অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর এক দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠান হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Gang Rape rajasthan rape
Advertisment