/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/rajasthan.jpg)
রাজস্থানে ভয়াবহ বিপদ
খাটু শ্যাম জি মন্দিরকে রাজস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। প্রতি বছর মন্দিরে প্রচুর পুনার্থির ভিড় লেগেই থাকে। সোমবার সকালে রাজস্থানের সিকার জেলার খাটু শ্যাম মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত তিনজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মন্দিরে চলা মেলা উপলক্ষে শয়ে শয়ে মানুষ মন্দিরে ভিড় জমান। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিনজন প্রাণ হারান। আহত দুজনকে জয়পুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার সেই ভয়ঙ্কর কিছু ছবি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Rajasthan | Three people died, several injured at Khatu Shyamji Temple in Sikar where a stampede occurred during a monthly fair, earlier this morning. Two injured people referred to a hospital in Jaipur. Police present at the spot. Further details awaited. pic.twitter.com/bgnL9sRr1j
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 8, 2022
মন্দির সুত্রে খবর, যে তিনজন মারা গিয়েছেন তাঁরা সকলেই মহিলা। ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঘটেছে এই ঘটনা। অত্যধিক মাত্রায় দর্শনার্থীর ভিড় আটকাতেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফলেই বাইরে বেরতে না পেরেই মুশকিলে পড়েন ভক্তরা।
Saddened by the loss of lives due to a stampede at the Khatu Shyamji Temple complex in Sikar, Rajasthan. My thoughts are with the bereaved families. I pray that those who are injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) August 8, 2022
সিকারের পুলিশ এসপি কুনওয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত শোক জ্ঞাপন করে জানিয়েছেন, যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে সমব্যাথী। ভগবান আপনাদের শক্তি দিক।