মন্দিরের পুরোহিতকে পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য় ছড়াল রাজস্থানে। জমি নিয়ে বিবাদের জেরে মরুরাজ্য়ের করৌলি জেলায় এক মন্দিরের পুরোহিতকে জ্য়ান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ৫ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ইতিমধ্য়েই মূল অভিযুক্ত কৈলাশ মিনাকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলত। টুইটারে তিনি লিখেছেন, ''বাবু লাল বৈষ্ণবের মৃত্য়ু দুর্ভাগ্য়জনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। মৃতের পরিবারের পাশে রয়েছে রাজ্য় সরকার। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। অভিযুক্তদের রেয়াত করা হবে না''।
করৌলি পুলিশের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বুকনা গ্রামে রাধা গোপাল মন্দিরের ১৫ বিঘা জমি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল মিনা ও তার পরিবার। এ অভিযোগ আগেই করেছিলেন পুরোহিত বাবু লাল বৈষ্ণব।
আরও পড়ুন: কৃষক বিক্ষোভের জের, বিপুল ক্ষতি রেল-জাতীয় সড়ক কর্তৃপক্ষের
দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে করৌলির অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ চাঁদ জানিয়েছেন, ''বুধবার সকালে মিনা ও তাঁর সহযোগীদের সঙ্গে বিবাদ বাধে বৈষ্ণবের। সেই বিবাদ থেকেই ৬০ বছর বয়সী বৃদ্ধকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে''। জখম অবস্থায় প্রথমে পুরোহিতকে জয়পুরের এসএমএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার তাঁর মৃত্য়ু হয়।
এ ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে সে রাজ্য়ের বিরোধী দল। প্রাক্তন মুখ্য়মন্ত্রী বসুন্ধরা সিং রাজের টুইট, ''যেভাবে রাজ্য়ে অপরাধ বাড়ছে, এটা স্পষ্ট যে মহিলা, শিশু, প্রবীণ, দলিত, কেউই নিরাপদ নন। গভীর নিদ্রা থেকে জেগে ওঠা দরকার কংগ্রেস সরকারের। দোষীদের কড়া শাস্তি দেওয়া হোক''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন