Advertisment

'রাজস্থানের উন্নয়ন আমাদের অগ্রাধিকার',ভোটমুখী রাজ্যে মোদী ঝড়, নিশানায় ‘হাত’

জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, যে আমাদের সরকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi rajasthan, modi in madhya pradesh, modi in rajasthan, congress chhattisgarh rallies, bjp rajasthan, bjp madhya pradesh, chhattisgarh congress, latest news, indian express"

রাজস্থানের উন্নয়ন আমাদের সরকারের অগ্রাধিকার

নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ অক্টোবর) রাজস্থান ও মধ্যপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী মোদী। রাজস্থানকে ৭০০০ কোটি টাকা উপহার দিতে চলেছেন তিনি।  পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী এদিন মধ্যপ্রদেশে ১৯, ২৬০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। রাজস্থানে মোদী চিতোরগড়ে একটি জনসভায় ভাষণ দেবেন, একই সঙ্গে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বক্তব্য রাখবেন মোদী।

Advertisment

রাজস্থানে প্রধানমন্ত্রী মোদী যে প্রকল্পগুলির উদ্বোধন করতে চলেছেন তার মধ্যে রয়েছে গ্যাস পাইপলাইন, হিন্দুস্তান পেট্রোলিয়াম  কর্পোরেশন লিমিটেডের (এইচপিসিএল) এলপিজি প্ল্যান্ট, চার লেনের রাস্তা, রেলওয়ে ওভারব্রিজকে দুই লেন থেকে চার লেনে প্রশস্ত করার ভিত্তিপ্রস্তর, রেল প্রকল্প। পর্যটন সুবিধা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ক্যাম্পাস, কোটা।

যেখানে মধ্যপ্রদেশে, দিল্লি-ভাদোদরা এক্সপ্রেসওয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ-এর অধীনে ২.২ লক্ষ বাড়ি তৈরি,  প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহরের অধীনে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়ি, জল জীবন মিশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অবকাঠামো মিশনের অধীনে নয়টি স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী । চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে রাজস্থান ও মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে মোদীর দুই রাজ্যে সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দুই রাজ্যের বিধানসভা নির্বাচনকে ২৪-এর লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসাবেই দেখছে বিজেপি।  দুই রাজ্যের নির্বাচনের  ফলাফলের প্রভাব ২৪-এর লোকসভাতে প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  

এদিন রাজস্থানে এক সমাবেশে বক্তব্য পেশ করার সময় মঞ্চ থেকে মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীকে স্মরণ করে রাজস্থানকে সাত হাজার কোটি টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী।

রাজস্থানে পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ সহজ হবে

প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে গ্যাস ভিত্তিক অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করতে, দেশে গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক স্থাপনের জন্য একটি প্রচারাভিযান চলছে। মেহসানা থেকে বাথিন্ডা পর্যন্ত গ্যাসের পাইপলাইনের কাজ চলছে জোরকদমে।  এই পাইপলাইনের পালি হনুমানগড় অংশের উদ্বোধন করা হয়েছে। তিনি বলেছিলেন যে এর ফলে রাজস্থানে শিল্পের বিকাশ ঘটবে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। এতে ঘরে ঘরে পাইপের গ্যাস পৌঁছে দেওয়ার কাজও সহজ হবে।

রাজস্থানের উন্নয়ন আমাদের সরকারের অগ্রাধিকার

জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন,  যে আমাদের সরকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজস্থানের উন্নয়ন আমাদের সরকারের অগ্রাধিকার। রাজস্থানের ইতিহাস আমাদের শেখায় যে আমাদের সাহসীকতা এবং মহিমার সঙ্গে উন্নয়নের কাজ করা উচিত। রাজস্থানের ইতিহাস আমাদের শেখায় যে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করতে হবে।

মঞ্চ থেকে বাপুকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন যে আজ জাতির জনক পিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। গতকাল ১লা অক্টোবর রাজস্থান সহ গোটা দেশে পরিচ্ছন্নতা নিয়ে এক বিরাট কর্মসূচির আয়োজন করা হয়। তিনি বলেন, বাপু পরিষ্কার-পরিচ্ছন্নতা, আত্মনির্ভরশীলতা এবং সর্বাত্মক উন্নয়নে অত্যন্ত আগ্রহী ছিলেন। গত ৯ বছরে দেশে বাপুর এই মূল্যবোধের ব্যাপক প্রসার ঘটেছে।

রাজস্থানকে ৭০০০ কোটি টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী

রাজস্থানের চিতোরগড়ে ৭হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতারাও।

rajasthan modi
Advertisment