Advertisment

কংগ্রেস শাসিত পাঞ্জাবে ‘কালিমালিপ্ত’ রাজীব গান্ধী, দুগ্ধস্নানে কলঙ্কমুক্তি

বড়দিনে রাজীব গান্ধীর মূর্তিতে কালো রং লাগানোর অভিযোগ উঠল লুধিয়ানায়। অভিযোগের আঙুল উঠেছে ইয়ুথ অকালি দলের কর্মীদের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
rajiv gandhi, রাজীব গান্ধী

বাঁ দিকে, কালিমালিপ্ত রাজীব মূর্তি, ডানদিকে, দুধ দিয়ে সাফাইয়ের মুহূর্ত। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফের মূর্তিতে কালিমালেপন। এবার পাঞ্জাবে রাজনৈতিক রোষের শিকার হল দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি। বড়দিনে রাজীব গান্ধীর মূর্তিতে কালো রং লাগানোর অভিযোগ উঠল লুধিয়ানায়। অভিযোগের আঙুল উঠেছে ইয়ুথ অকালি দলের কর্মীদের বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিতে কালো রং মাখানোর পাশাপাশি, হাতে লাল রং লাগানোর অভিযোগ উঠেছে ইয়ুথ অকালি দলের বিরুদ্ধে। অন্যদিকে, এ ঘটনার পর জল ও দুধ দিয়ে রাজীব মূর্তি সাফাই করতে আসরে নেমেছে কংগ্রেস।

Advertisment

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় রাজীব গান্ধী জড়িত ছিলেন বলে অভিযোগ তুলেছে ইয়ুথ অকালি দল। একইসঙ্গে তাঁদের দাবি, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেওয়া ভারতরত্ন ফেরানো হোক। এদিন রাজীব মূর্তি কালিমালিপ্ত করার নেতৃত্বে ছিলেন ইয়ুথ অকালি দলের নেতা গুরদীপ গোসা ও মীতপাল দুগরি।

আরও পড়ুন, বাজপেয়ীর স্মৃতিতে ১০০ টাকার কয়েন প্রকাশ কেন্দ্রের

অন্যদিকে, এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে রাজীব মূর্তি দুধ ও জল দিয়ে সাফাই করেন কংগ্রেস সাংসদ রভনীত সিং বিট্টু। তিনি জানান, এমন কাণ্ড করার অভিযোহে ইয়ুথ অকালি দলের নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এমন ‘আপত্তিকর’ ঘটনার জন্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলের ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। সালেম তাবরি থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।

Read the full story in English

national news
Advertisment