রবিবার দেবভূমি দ্বারকা জেলার রূপমোরা গ্রামের পথ কুকুরের আক্রমণে মৃত্যু হয়েছে বছর এগারোর এক কিশোরীর। জানা গিয়েছে ঘটনাটি ঘটে রবিবার বিকেল। ১১ বছর বয়সী ওই কিশোরী গ্রামেরই একটি ছোট বাগানে ফল পাড়তে গিয়েছিল। তার পাশেই পরিবারের সঙ্গে থাকত ওই কিশোরী।
স্থানীয় মানুষ জানিয়েছেন, চার-পাঁচটি কুকুর গাছের ছায়ায় ঘুমাচ্ছিল। মেয়েটি কাছে আসতেই কুকুরগুলি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় মারাত্মক জখম হয় ওই কিশোরী। পাশেই কাজ করছিলেন মেয়েটির কাকা। তিনি ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কুকুরের আক্রমণে মারাত্মক ওই কিশোরীর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার এই মর্মে কোন অভিযোগ দায়ের করেনি। তবে ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে না ঘটে তার জন্য পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করেছে পুলিশ।