Advertisment

ইমরান এখন কার্টুনিস্টদের পছন্দের শীর্ষে: রাজনাথ সিং

আমাদের সরকার সেনাবাহিনীকে শক্তিশালী ও আধুনিক করে তুলতে চায়। যারা শান্তিভঙ্গ করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নৌবাহিনী: রাজনাথ সিং

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

'২৬/১১ এর ধাঁচে জলপথে ফের জঙ্গি হামলার ষড়যন্ত্র চলছে। ভারতের নৌবাহিনী প্রস্তুত সেই হামলা ঠাকাতে'। নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। একই সঙ্গে পাকিস্তানকে তাঁর কটাক্ষ, 'ইমরান খান এখন সবার দরজায় দরজায় ঘুরছেন। তিনি কার্টুনিস্টদের পছন্দের চরিত্র হয়ে উঠছেন।'

Advertisment

এদিন রাজনাথ সিং বলেন, 'শান্তিপ্রিয় কোনও দেশের কাছে ভারতের নৌ বাহিনী বিপদের কারণ নয়। ভারত মহাসাগরে ভারতীয় নৌ বাহিনী আস্থাবর্ধক হিসাবেই কাজ করে থাকে। কিন্তু, উপকূলীয় অঞ্চলে ২৬/১১ এর ধাঁচে আক্রমণের ষড়যন্ত্র চলছে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না।' উল্লেখ্য, শুধু রাজনাথই নন, এর আগে একই আশঙ্কা প্রকাশ করেছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ও সেনাবাহিনীর সার্দান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সতিন্দর সাইনিও।

আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া মামলা: সিবিআই নজরে নীতি আয়োগের প্রাক্তন সিইও

শনিবার আইএনএস খান্ডেরির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী। প্রতিবেশীকে সতর্ক করে রাজনাথ সিং বলেন, 'আইএনএস খান্ডেরি ডুবোজাহাজটি পেয়ে ভারতের নৌবাহিনীর শক্তি অনেক বেড়ে গেল। আমাদের সরকার সেনাবাহিনীকে শক্তিশালী ও আধুনিক করে তুলতে চায়। যারা শান্তিভঙ্গ করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নৌবাহিনী।'

রাষ্ট্রপুঞ্জে শুক্রবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তার কড়া জবাব দিয়েছে ভারত। শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 'ইমরান এখন সবার দরজায় দরজায় ঘুরছেন। তিনি কার্টুনিস্টদের পছন্দের চরিত্র হয়ে উঠছেন। কাশ্মীর নিয়ে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের জন্য ইমরান ইতিমধ্যে নানা দেশের কাছে আবেদন করেছেন।' একই সঙ্গে তিনি বলেন, 'আমরা দেখলাম, কীভাবে ভরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে আমেরিকার প্রথম সারির নেতারা অভ্যর্থনা জানালেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমাদের সরকারের শক্তির কথা স্বীকার করেছেন।'

Read the full story in English

rajnath singh
Advertisment