Advertisment

ভারতের উপকূলে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: প্রতিরক্ষামন্ত্রী

ফের একবার ২৬/১১ প্রসঙ্গ তুলে পাকিস্তানকে সতর্ক করলেন প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং। ভারতের সঙ্গে যুদ্ধ করলে পরিণতি যে ভযঙ্কর হবে তাও মনে করিয়ে দেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং

ফের একবার ২৬/১১ প্রসঙ্গ তুলে পাকিস্তানকে সতর্ক করলেন প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং। ভারতের সঙ্গে যুদ্ধ করলে পরিণতি যে ভযঙ্কর হবে তাও মনে করিয়ে দেন তিনি। রবিবার, রাজনাথ সিং এক অনুষ্ঠানে বলেন, ভারতের উন্নতি ও স্থিতি নষ্ট করতে প্রতিবেশী দেশটি যেকোনও কিছু করতে পারে। সুযোগ পেলেই তারা তারা ২৬/১১ এর ধাঁচে উপকূল দিয়ে হামলা চালানোর চেষ্টা করতে পারেও বলে আশঙ্কা প্রকাশ করেন রাজনাথ সিং।

Advertisment

তবে, রাজনাথ সিংয়ের আশ্বাস, ভারতের পশ্চিম উপকূলে ভারতীয় নৌবাহিনীর উপস্থিতি অত্যন্ত পোক্ত। কোনওভাবেই আর ২৬/১১ এর মতো ঘটনা ঘটবে না বলে মনে করেন তিনি। রাজনাথ সিং বলেন, 'একবার ভুল হয়েছে। কিন্তু, বারে বারে তা হবে না। আমাদের উপকূল নৌবাহিনীর দ্বারা সুরক্ষিত। এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।'

আরও পড়ুন: ‘ভারত ও আরএসএস সমার্থক’, ইমরানকে জবাব সংঘ নেতার

কাশ্মীর নিয়ে ভারত-পাক উত্তেজনা চরমে। এই আবহে দেশের পশ্চিম উপকূলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য়, 'যেকোনও দেশেরইঈ অধিকার রয়েছে সীমান্ত নিরাপত্তা বৃদ্দি করার। কোনও আশঙ্কাকেই ছোট করে দেখা উচিত হবে না।'

আরও পড়ুন: ফের বাড়ল আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা

এর আগে, বালাকোটে ফের জঙ্গি শিবিরের সক্রিয়তা নিয়ে মুখ খোলেন ভারতের সেনা বিপিন রাওয়াত। তাঁর অভিযোগ, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে তৈরি প্রায় ৫০০ জঙ্গি। পাকিস্তান তাদের মদতত দিচ্ছে। এবিষয়ে প্রশ্ন করা হসে রাজনাথ সিং বলেন, 'জঙ্গিদের সঙ্গে কি ব্যবহার হবে তা কারোরই অজানা নয়। এদেশে নয়, গোটা বিশ্বেই একই অবস্থা।'

শনিবারও পাকিস্তানের হামলার প্রসঙ্গ টেনে নৌ বাহিনীর প্রসংশা করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছিলেন, 'শান্তিপ্রিয় কোনও দেশের কাছে ভারতের নৌ বাহিনী বিপদের কারণ নয়। ভারত মহাসাগরে ভারতীয় নৌ বাহিনী আস্থাবর্ধক হিসাবেই কাজ করে থাকে। কিন্তু, উপকূলীয় অঞ্চলে ২৬/১১ এর ধাঁচে আক্রমণের ষড়যন্ত্র চলছে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না।'

rajnath singh
Advertisment