এদিন বিরোধীদের আক্রমণ করে রাজনাথের তোপ, এটা দুর্ভাগ্যজনক যে যাঁদের কৃষিকাজ নিয়ে কোনও জ্ঞান নেই তাঁরাই কৃষকদের বিভ্রান্ত করছে। এমএসপি তুলে দেওয়ার কোনও ইচ্ছা বা বাসনা নেই সরকারের। ভবিষ্যতেও নেই। মাণ্ডি ব্যবস্থাও অটুট থাকবে। কোনও মাই কা লাল কৃষকদের কাছ থেকে চাষের জমি কেড়ে নিতে পারবে না। এদিন হিমাচল প্রদেশে বিজেপি শাসতি সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সরকারি অনুষ্ঠানে অংশ নেন রাজনাথ। সেখানেই এই কথা বলেন তিনি।
#WATCH ये दुष्प्रचार किया गया कि किसानों की जमीन कॉन्ट्रैक्ट फार्मिंग के माध्यम से छीन ली जाएगी, कोई भी मां का लाल किसानों से उनकी जमीन नहीं छीन सकता है। ये मुकम्मल व्यवस्था कृषि कानूनों में की गई है: हिमाचल प्रदेश सरकार के तीन साल पूरे होने पर आयोजित कार्यक्रम में रक्षा मंत्री pic.twitter.com/OrLOYNsnuI
— ANI_HindiNews (@AHindinews) December 27, 2020
আরও পড়ুন কিষাণ নিধির ‘খয়রাতি’ MSP’র অভাব পূরণ করতে পারবে না, বলছেন কৃষকরা
প্রসঙ্গত, এ দিন সকাল থেকেই কৃষি আইনের বিরুদ্ধে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। মিছিল করতেও দেখা যায় তাঁদের। মোদী ও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারী কৃষকরা। বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বার্তা থালা, টিনের ড্রাম বাজিয়ে বয়কট করলেন দিল্লি সীমানায় কৃষি আইন প্রত্যাহারেরর দাবিতে অনড় আন্দোলনকারীরা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন