Advertisment

করোনা যুদ্ধে সাহায্যের জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ রাজনাথের

করোনা পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, এদিনের বৈঠকে সে ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রীকে জানানো হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
করোনাভাইরাস, করোনা, coronavirus, করোনা, প্রতিরক্ষা দফতরের কর্মীরা, প্রতিরক্ষা মন্ত্রকে চিঠি, coronavirus defence ministry, করোনাভাইরাসের খবর, coronavirus defence industrial work, coronavirus india

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনা যুদ্ধে প্রশাসনকে সাহায্য়ের জন্য় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আর্জি জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, বায়ুসেনার প্রধান ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। বৈঠক থেকেই এই বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী।

Advertisment

আরও পড়ুন: ২০ কোটি মহিলার জন ধন অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা দেবে কেন্দ্র

করোনা পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, এদিনের বৈঠকে সে ব্য়াপারে প্রতিরক্ষা মন্ত্রীকে জানানো হয়। ১৪৬২ জনকে   কোয়ারেন্টাইনে সরানোর ব্য়বস্থা করেছে সশস্ত্র বাহিনী। যাঁদের মধ্য়ে ৩৮৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে। বর্তমানে ১০৭৩ জনকে বিভিন্ন কোয়ারেন্টাইনে রাখার ব্য়বস্থা করা হয়েছে। অতিরিক্ত ৯৫০ শয্য়ার কোয়ারেন্টাইনের ব্য়বস্থা রাখা হয়েছে বলে রাজনাথকে বৈঠকে জানানো হয়।

আরও পড়ুন: করোনায় ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মমতার, কী লিখলেন?

অন্য়দিকে, ২০ হাজার লিটার স্য়ানিটাইজার তৈরির পদক্ষেপ করেছে ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ল্য়াবরেটরি। এখানে তৈরি হওয়া স্য়ানিটাইজার দিল্লি পুলিশ-সহ বেশ কয়েকটি সংস্থাকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশের কর্মীদের জন্য় ১০ হাজার মাস্ক সরবরাহ করেছে ডিআরডিও।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus rajnath singh
Advertisment