করোনাভাইরাসে আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তবে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। সোমবার বিকেলে নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন মোদী মন্ত্রিসভার অন্যতম বর্ষিয়ান সদস্য রাজনাথ সিং।
সোমবার টুইটে রাজনাথ লিখেছেন, 'আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ। মৃদু উপসর্গ রয়েছে। রয়েছি হোম আইসোলেশনে। অনুরোধ, যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের আইসোলেট করতে পারেন ও নমুনার পরীক্ষা করান।'
সংক্রমণ সুনামিতে দেশজুড়ে ত্রাহি ত্রাহি পরিস্থিতি। টিকার দুটি ডোজ নিয়েও শয়ে শয়ে মানুষ ফের করোনার কবলে পড়ছেন। কিন্তু, কোভিডের আগের দুটি ঢেউতে বর্ষীয়ান মন্ত্রী রাজনাথের শরীরে ভয়ঙ্কর ভাইরাস থাবা বসাতে পারেনি। যদিও তৃতীয় ঢেউতে আক্রান্ত হলেন রাজনাথ সিং। ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। একদিনে দেশে করোনার বলি আরও ১৪৬ জন। করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৩.২৯ শতাংশ।