/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/rajnath-759.jpg)
রাজনাথ সিং।
ভারত-চিন সীমান্ত জট এখনও কাটেনি। মঙ্গলবার সংসদে লাদাখ ইস্য়ুতে একথাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন, সংসদে রাজনাথ বলেন, এখনও পর্যন্ত দু'দেশের মধ্য়ে কোনও রফাসূত্র তৈরি হয়নি। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ''ইতিহাসের উপর ভিত্তি করে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্য়মে যে নিয়ন্ত্রণরেখা তৈরি করা হয়েছে, তা মানতে চায় না চিন''।
লাদাখ পরিস্থিতি প্রসঙ্গে লোকসভায় রাজনাথ আরও বলেছেন, '' সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি জারি রাখতে ভারত ও চিন, দু'দেশই চায়...ভারত-চিন সীমান্ত ইস্য়ু অমীমাংসিত। সীমান্ত নিয়ে চিনের আপত্তি রয়েছে। এখনও পর্যন্ত কোনও সমাধান বেরোয়নি। আমরা কূটনৈতিক মাধ্য়মে চিনকে জানিয়েছি যে স্থিতাবস্থার পর একতরফাভাবে পদক্ষেপ দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের শামিল''।
Congress MPs protesting in front the Mahatma Gandhi statue after they walked out of Lok Sabha. They say they were not allowed to speak after Defence Minister Rajnath Singh's statement on #ChinaIndiaFaceoff@IndianExpresspic.twitter.com/ZEYp0dgsl4
— Manoj C G (@manojcg4u) September 15, 2020
আরও পড়ুন: ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা, রাজ্যসভায় সরব জয়া বচ্চন
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ''প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চিন...গত ১৫ জুন গালওয়ানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের বীর সৈনিকরা তাঁদের প্রাণ দিয়েছেন এবং চিনের পক্ষেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই, যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত। ভারত তার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করবেই''।
এদিকে, লোকসভায় রাজনাথের বক্তৃতার পরই ইন্দো-চিন সীমান্ত ইস্য়ু নিয়ে আলোচনার দাবিতে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা। পরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন