Advertisment

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিতে বড় বদল, কমেছে পাথর ছোড়া: রাজনাথ সিং

এদিন তিনি বলেন, "গত চার মাসে পাথর ছোড়ার ঘটনা অনেকটা কমে গিয়েছে এবং জঙ্গির খাতায় নাম লেখানোর হিড়িকও অনেকটা কমেছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
rajnath singh, রাজনাথ সিং

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থায় একটি বড় বদল এসেছে বিগত চার মাসে। এক দিনর রাজ্য সফর সেরে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেন, "গত চার মাসে পাথর ছোড়ার ঘটনা অনেকটা কমে গিয়েছে এবং জঙ্গির খাতায় নাম লেখানোর হিড়িকও অনেকটা কমেছে"। উল্লেখ্য, সোমবার কুলগামে তিন জঙ্গি ও ছয় নিরীহ মানুষের মৃত্যুর পরদিনই সে রাজ্যে সফরে যান রাজনাথ সিং। ওই ছয় মৃতের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র।

Advertisment

এদিন রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেছেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা। এছাড়া রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মেহবুবা এদিন ভারত-পাকিস্তানের আলোচনা শুরু করার জন্য রাজনাথকে অনুরোধ করেন। মেহবুবা বলেন, "পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বাস্তব পরিস্থিতির উন্নতি ঘটাবে"।

আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে নিহত পাঁচজন জঙ্গি

প্রসঙ্গত, রাজনাথের এ দিনের জম্মু-কাশ্মীর সফর রাজনৈতিকভাবে বিশেষ তাত্পর্যপূর্ণ। রবিবারই রাজ্যের পৌর নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৩ বছর পর এই নির্বাচনে বেশ ভাল ফল করেছে পদ্ম শিবির। তাছাড়া, কয়েক মাস আগে উপত্যকার নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে মেহবুবা মুফতির পিডিপি-র সঙ্গে জোট ছিন্ন করেছিল বিজেপি। এখন সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে। এমন পরিস্থিতিতে বিগত চার মাসে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার যে সার্টিফিকেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Read this story in English

jammu and kashmir rajnath singh
Advertisment