স্মার্ট ফেন্স বসানো হবে ইন্দো পাক সীমান্তে

এতদিন দেশের সীমান্তবর্তী এলাকা শুধুমাত্র কাঁটাতার দিয়ে ঘেরা থাকত। যা সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে টপকে আসা সন্ত্রাসবাদীদের কাছে সহজতর হয়ে উঠেছিল।

এতদিন দেশের সীমান্তবর্তী এলাকা শুধুমাত্র কাঁটাতার দিয়ে ঘেরা থাকত। যা সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে টপকে আসা সন্ত্রাসবাদীদের কাছে সহজতর হয়ে উঠেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুধু যে "স্মার্ট ফেন্স" থাকবে এমনটা নয়, এর সঙ্গে সীমান্তবর্তী এলাকায় সিসিটিভি সহ ব়্যাডারে বসানো হবে।

ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বসানো হবে 'স্মার্ট ফেন্স' সংক্রান্ত পাইলট প্রোজেক্ট। নিরাপত্তায় কড়া নজর দিতে পাক সীমান্তকে ঘিরে দেওয়া হবে এই প্রযুক্তি দিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগামী সপ্তাহে উদ্বোধন করবেন নিরাপত্তার এই কঠর বেড়াজালকে।

Advertisment

চলতি মাসের ১৭ তারিখ রাজনাথ সিং জম্মু সফরে যাবেন এই প্রকল্পের শুভারম্ভ করতে। সূত্রের খবর, সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন সীমান্তরক্ষী বাহিনী এবং আধাসামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, এবং তাঁর সামনেই স্মার্ট ফেন্স-এর সূচনা করবেন। প্রাথমিক ভাবে এই প্রক্রিয়ার একটি ডেমো উপস্থাপন করা হবে।

সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পরিচালক কে কে শর্মা গত সপ্তাহে বলেছিলেন যে ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারত সীমান্তে ২৪০০ কিলোমিটারের মধ্যে এই ব্যবস্থা স্থাপন করা হবে। কমপ্রেহেন্সিভ ইন্টেগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (CIBMS) মোদী সরকারের কাছে পাক সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার মান বাড়ানোর প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের সঙ্গে একমত হয়ে, কাঁটাতার টপকে অনুপ্রবেশ এবং অবৈধ স্থানান্তর বন্ধ করতে স্মার্ট ফেন্স পাইলট প্রোজেক্টের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু যে স্মার্ট ফেন্স থাকবে এমনটা নয়, এর সঙ্গে সীমান্তবর্তী এলাকায় সিসিটিভি সহ ব়্যাডার বসানো হবে।

স্মার্ট ফেন্স কী?

Advertisment

এটি ইলেকট্রিক বাহিত তার। এতদিন দেশের সীমান্তবর্তী এলাকা শুধুমাত্র কাঁটাতার দিয়ে ঘেরা থাকত। যা টপকে আসা সন্ত্রাসবাদীদের কাছে সহজতর হয়ে উঠেছিল। সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে সহজেই ভারতে অনুপ্রবেশ করতে পারত তারা। সেই অনুপ্রবেশ বন্ধ করতে ইন্দো-পাক সীমান্ত এলাকায় বসানো হবে ইলেক্ট্রিক বাহিত তার। একবার ওই তারে স্পর্শ করলে রাতারাতি ব়্যাডারে ধরা পড়বে এবং সাইরেনের শব্দে সাড়া পড়ে যাবে গোটা এলাকায়। তারে বাহিত বিদ্যুৎও আঘাত হানতে পারে ওই অনুপ্রবেশকারীদের ওপর।

pakistan