/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/rajnath-singh.jpg)
সোমবার রাতেই তিন দিনের ফ্রান্স সফরে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিজয়া দশমীর দিন ফ্রান্সের বোরদো তে শস্ত্র পুজোও সারবেন। এই দিনই ভারতের কাছে আসতে চলেছে প্রথম যুদ্ধবিমান রাফাল।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রয়েছেন সঙ্গে রয়েছেন বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকেরা ৷ বিমান হস্তান্তর পর্বের আগে রাষ্ট্রপতি ইম্যানুয়েল মাকঁরের সঙ্গে বৈঠকও করবেন রাজনাথ ৷
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বায়ুসেনা ঘাঁটিতে প্রথম রাফাল যুদ্ধবিমানটি আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করবেন রাজনাথ সিং। নির্মাতারা জানিয়েছে, মোট ৫৯ হাজার কোটি টাকা মূল্যের চুক্তি হয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য। এর মধ্যে প্রথম চারটি ভারতে পৌঁছবে আগামী বছরের মে মাসে।
" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">
প্যারিসে পৌঁছে রাজনাথ সিং টুইট করে বলেন, "আনুষ্ঠানিক চুক্তি ছাপিয়ে ভারত এবং ফ্রান্সের সম্পর্ক অনেক বড়। দু'দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক অনেক গভীর।
Read the full story in English