Encounter in Jammu: সোমবার ভোররাতে জম্মুর রাজৌরিতে সেনা চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলার উপযুক্ত জবাব দিয়েছে বাহিনী। এখনও জারি রয়েছে সেনা-জঙ্গির গুলির লড়াই।
গত কয়েক মাসে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে। একের পর এক হামলায় টার্গেট করা হয়েছে সেনা বাহিনীকে। জম্মুতে সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে, নিরাপত্তা বাহিনীর একটি সেনা চৌকিতে হামলার চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। এরপর শুরু হয় সেনা-জঙ্গির গুলির লড়াই।
গত কয়েক মাসে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বাড়ার কারণ হিসাবে পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করছে ভারতীয় সেনা। হামলা ছাড়াও এলাকায় অনুপ্রবেশের ঘটনাও বেড়েছে। জম্মুতে সন্ত্রাসবাদকা নির্মূল করতে নিরাপত্তা সংস্থাগুলিও গত কয়েক মাসে বেশ বড় কয়েকটি অভিযান চালিয়েছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার উচ্চ-পর্যায়ের যৌথ নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি, গোয়েন্দা সংস্থার প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে লেফটেন্যান্ট গভর্নর বলেছিলেন, সন্ত্রাসবাদী এবং তাদের যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মদত দিচ্ছেন তাদের নির্মূল করার লক্ষ্যে বাহিনীর মধ্যে আরও ভাল সমন্বয়ের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আমাদের আরও সতর্ক এবং পরিকল্পিত সন্ত্রাসবাদবিরোধী অভিযান অবিলম্বে শুরু করতে হবে। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও নির্দেশ দেন সিনহা।
আরও পড়ুন - < West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আজ থেকেই কাঁপানো বৃষ্টি, তুমুল দুর্যোগের আশঙ্কা কোন কোন জেলায়? >
গোয়েন্দা সংস্থার সূত্র সম্প্রতি জানিয়েছে, জম্মু অঞ্চলে সাম্প্রতিক সময়ে প্রায় ৫০ জন জঙ্গি সক্রিয় রয়েছে। তাদের নির্মূল করতে, ভারত সরকার জম্মুতে ৫০০ প্যারা কমান্ডো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার, নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে এলওসির কাছে অনুপ্রবেশের চেষ্টা করলে দু সন্ত্রাসবাদীকে হত্যা করে। এর আগে ১৪ জুলাই কুপওয়ারায় এলওসি-তে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছিল
সোমবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরির জঙ্গি হামলার ঘটনায় এক ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছেন বলেও সেনা সূত্রে জানানো হয়েছে।